৩১ অক্টোবর ২০২৫

সংরক্ষিত ১৪ ওয়ার্ডে কে কত ভোট পেলেন

বাংলাধারা প্রতিবেদন  »

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে নগরীর সংরক্ষিত ১৪ ওয়ার্ডে নির্বাচিত কাউন্সিলর প্রার্থী এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রাপ্ত ভোট নিম্নে দেয়া হলো :

মহিলাদের সংরক্ষিত ১নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন বিদ্রোহী প্রার্থী ফেরদৌস বেগম মুন্নী (আনারস)। তিনি পেয়েছেন ২৬ হাজার ৯৬৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রোকসানা বেগম পেয়েছেন ২ হাজার ৭৫১ ভোট।

সংরক্ষিত ২নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের জোবাইরা নার্গিস খান (মোবাইল ফোন)। তিনি পেয়েছেন ১৬ হাজার ২৪৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি রোকেয়া বেগম ১০ হাজার ৭৮৯ ভোট পেয়েছেন।

সংরক্ষিত ৩নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের জেসমিন পারভীন জেসী (চশমা)। তিনি পেয়েছেন ১৩ হাজার ৬৭৯ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বি জোহরা বেগম পেয়েছেন ৮ হাজার ৯৯০ ভোট।

সংরক্ষিত ৪নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের তছলিমা বেগম নুরজাহান (বই)। তিনি পেয়েছেন ১৫ হাজার ২৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আবিদা আজাদ পেয়েছেন ৯ হাজার ৩০৪ ভোট।

সংরক্ষিত ৫নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের আঞ্জুমান আরা বেগম (বই)।

সংরক্ষিত ৬নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের শাহীন আকতার রোজী (আনারস)। তিনি ১০ হাজার ৫৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ফারজানা পারভিন পেয়েছেন ৫২০ ভোট।

সংরক্ষিত ৭নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের রুমকি সেনগুপ্ত (হেলিকপ্টর)।

সংরক্ষিত ৮নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের নীলু নাগ (মোবাইল ফোন)। তিনি ১১ হাজার ২৪৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

সংরক্ষিত ৯নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের জাহেদা বেগম পপি (স্টিল আলমারি)। তিনি পেয়েছেন ১৭ হাজার ৯৮৯ ভোট। তার নিকটকম প্রতিদ্বন্দ্বি ফারহানা জাবেদ পেয়েছেন ১৬ হাজার ৪০৮ ভোট।

সংরক্ষিত ১০নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের হুরে আরা বেগম (মোবাইল ফোন)। তিনি পেয়েছেন ৩৬ হাজার ২৮১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জেসমিন খানম পেয়েছেন ১৬ হাজার ৪০৮ ভোট।

সংরক্ষিত ১১নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের ফেরদৌসি আকবর (বই)। তিনি পেয়েছেন ৮ হাজারে ৪৫৭ ভোট। তার নিকটতম বিবি মরিয়ম পেয়েছেন ৪ হাজার ৯০৭ ভোট।


সংরক্ষিত ১২নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের আফরোজা জহুর (গ্লাস)।

সংরক্ষিত ১৩নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের লুৎফুন্নেছা দোভাষ বেবী (গ্লাস)। তিনি ৯১ হাজার ২০২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জাহিদা হোসাইন পেয়েছেন ১০ হাজার ১৯০ ভোট।

সংরক্ষিত ১৪ নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের শাহানুর বেগম (গ্লাস)।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন