কক্সবাজার প্রতিনিধি »
কক্সবাজারে ধর্ষণ মামলায় অভিযুক্ত এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থ দন্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) দুপুরে কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক (জেলা জজ) জেবুন্নাহার আয়শা জনাকীর্ণ আদালতে এ রায় দেন।
দন্ড প্রাপ্ত আসামী আনোয়ার হোসেন (৩২) রামু উপজেলার রশিদ নগর ইউনিয়নের পানিরছড়া বড় গ্যারেজ এলাকার মন্জুর আলমের ছেলে।
কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) এড. সৈয়দ রেজাউর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মামলার চূড়ান্ত শোনানি শেষে ধর্ষণের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণীত হওয়ায় বিজ্ঞ আদালত এ রায় দেন। রায়ে আমরা সন্তুষ্ট। এ রায়ের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৭ সালে ১৯ অক্টোবর সন্ধ্যা সাতটার দিকে রামুর রশিদ নগর ইউনিয়নের ঘোনার পাড়া বাজারের জনৈক সৈয়দ নূরের দোকান হতে চাল নিয়ে বাড়ি ফেরার পথে থলিয়াঘোনা সরওয়ারের বাড়ির সামনে পৌঁছলে সাজাপ্রাপ্ত আসামী আনোয়ার হোসেনের হাতে ধর্ষণের শিকার হন শিশু আজিজা (১২) (ছন্দ নাম)। তার চিৎকারে আশে পাশের লোকজন এগিয়ে আসলে ধর্ষক পালিয়ে যায়। স্থানীয় লোকজন শিশুকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় শিশুর পিতা বাদী হয়ে রামু থানায় অভিযোগ দেন। অভিযোগটি নিয়মিত মামলা হিসেবে রুজু করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (মামলা নং ২১/১৭। জি,আর ৩৭৭/২০১৭)।
তদন্তের পর অভিযোগের সত্যতা পেয়ে আদালতে অভিযোগপত্র দেন মামলার তদন্ত কর্মকর্তা। বিজ্ঞ আদালত অভিযোগ আমলে নিয়ে মামলার বাদী ও ভিকটিমসহ ৯ জন সাক্ষীর জবানবন্দি গ্রহণ করেন। দীর্ঘ শোনানী শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ হওয়ায় বৃহস্পতিবার এ রায় দেন আদালত।
রায় ঘোষণার সময় আসামী কাঠগড়ায় উপস্থিত থাকলেও তার পক্ষে কোন আইনজীবী উপস্থিত ছিলেন না বলে জানিয়েছেন স্পেশাল পিপি অ্যাডভোকেট রেজাউর রহমান রেজা। রায় শেষে দন্ডপ্রাপ্তকে কারাগারে পাঠানো হয়েছে।
বাংলাধারা/এফএস/এআর













