৩১ অক্টোবর ২০২৫

আসামী ধরতে গিয়ে পুলিশের উপর হামলা, গ্রেপ্তার ৩

আনোয়ারা প্রতিনিধি  »

আনোয়ারায় সাজাপ্রাপ্ত আসামী ধরতে গিয়ে স্বজনদের হামলায় ৩ পুলিশ সদস্য আহতের ঘটনা ঘটেছে। এঘটনায় পুলিশ ৩ জনকে গ্রেপ্তার করেছে। গত বুধবার রাত সাড়ে ৯ টায় উপজেলার বরুমচড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের চুয়ানীর বাপের বাড়িতে এঘটনা ঘটে।

আহতরা আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

আনোয়ারা থানা সূত্রে জানা যায়, উপজেলার বরুমচড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের চুয়ানীর বাপের বাড়ির সাজা প্রাপ্ত আসামী আবুল বশর (৫০) কে রাত সাড়ে ৯ টায় পুলিশ গ্রেপ্তার করতে গেলে আসামী ও তার স্বজনরা ডাকাত-ডাকাত বলে চিৎকার করে। এসময় পুলিশ স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারের মুঠো ফোনে কল দিলেও আসামীর স্বজনরা পুলিশ সদস্যদের উপর হামলা করে আসামীকে ছিনিয়ে নেয়।

এসময় হামলায় পুলিশের এসআই আবু মুসা, এএসআই মোহাম্মদ নয়ন মিয়া ও কনস্টেবল জ্ঞানতোষ চাকমা গুরুতর আহত হলে তাদের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে সাজা প্রাপ্ত আসামী আবুল বশর(৬০), তার ছেলে আইয়ূব আলী (৩০) ও ভাগিনা আহসান উল হক (২২) কে গ্রেপ্তার করে ।

স্থানীয় ইউপি সদস্য আবু জাফর চৌধুরী মিজান জানান, সাজা প্রাপ্ত আসামী গ্রেপ্তার করতে এসে আইন শৃঙ্খরা বাহিনীর ওপর হামলার সময় পুলিশ আমাকে মুঠো ফোনে জানালে আমি স্থানীয়দের বিষয়টি নিশ্চিত করি। হামলাটা ন্যাক্কারজনক।

ঘটনার সত্যতা স্বীকার করে থানার অফিসার ইনচার্জ এস.এম দিদারুল ইসলাম সিকদার জানান, বরুমচড়া এলাকার আদালতের সাজাপ্রাপ্ত আসামী হাজী আবুল বশর (৫০) কে গ্রেপ্তার করতে গেলে আসামীর স্বজনদের হামলায় ৩ পুলিশ সদস্য আহত হয়। ঘটনার সাথে জড়িত ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন