বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রাম নগরীর নিউমার্কেট এলাকা থেকে ৩হাজার পিস ইয়াবাসহ তিন মাদক পাচারকারীকে আটক করেছে কোতোয়ারী থানা পুলিশ।
আটককৃতরা হলো, আরিফ মিয়া, তামিম মিয়া ও ফাতেমা আক্তার। তাদের বাড়ি নরসিংদি জেলায়।
মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) রাতে ইয়াবা নিয়ে কোতোয়ালী মোড় থেকে নিউমার্কেট এলাকায় হেটে যাওয়ার সময় তাদের আটক করা হয়।
কোতোয়ালী থানার ওসি নেজাম উদ্দিন জানান, আটককৃতরা ইয়াবা ট্যাবলেট গুলো কক্সবাজার থেকে সংগ্রহ করে গাজীপুরে নিয়ে যাবার জন্য ট্রেন ধরতে চট্টগ্রাম রেল স্টেশনে যাচ্ছিল।
বাংলাধারা/এফএস/এআর













