খাগড়াছড়ি প্রতিনিধি »
পার্বত্য খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা পৌর নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘনের অপরাধে ২ জনকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৪ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে পৌরসভার বিভিন্ন স্থানে নির্বাচনী আচারণ বিধি মানা হচ্ছে কি-না তা তদারকিতে মাঠে নেমেছেন ভ্রাম্যমান আদালত। এ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজ্জাদ হোসেন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো:মেহেদী হাসান শাকিল।
জেলা প্রশাসকের কার্যালয় ও মাটিরাঙ্গা পৌরসভা নির্বাচনের দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: সাজ্জাদ হোসেন সন্ধ্যার দিকে মাটিরাঙ্গা পৌরসভার মুসলিম পাড়া এলাকায় নৌকার প্রার্থী মো:শামছুল হককে রাস্তায় শোডাউন করার কারনে স্থানীয় সরকার ও পৌর আইনের ৩১ ধারা মতে আচারণ বিধি লঙ্ঘন হওয়ায় ১০হাজার টাকা জরিমানা করেন।
একই সাথে ১নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোঃ এমরান হোসেন ডালিম প্রতীক নিয়ে নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করে। সংশ্লিষ্ট প্রশাসন কর্তৃক পূর্বানুমতি ছাড়া পথসভা করার দায়ে স্থানীয় সরকার ও পৌর আইনের ৯ এর ২১ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো:মেহেদী হাসান শাকিল।
জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজ্জাদ হোসেন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো:মেহেদী হাসান শাকিল জানান, নির্বাচনী আচারণ বিধি লঙ্ঘন করলে কাউকেই ছাড় দেওয়া হবে না। সুষ্ঠু নির্বাচন পরিচালনার লক্ষ্যে নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।
বাংলাধারা/এফএস/এইচএফ













