২৬ অক্টোবর ২০২৫

দক্ষিণ চট্টগ্রামের যাত্রীদের চলাচল সুগম করবে ডেমু ট্রেন: রেলমন্ত্রী

পটিয়া প্রতিনিধি  »

চট্টগ্রাম থেকে পটিয়া ও দোহাজারীর রেল যাত্রীরা এতদিন পুরাতন একটি লোকাল ট্রেনে যাতায়াত করলেও প্রথমবারের মত পেতে যাচ্ছে নতুন একটি ডেমু ট্রেন।

শনিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে দোহাজারী রেলওয়ে স্টেশনে এই রুটে ডিজেল ইলেকট্রিক মাল্টিপল ইউনিট (ডেমু) ট্রেন চলাচল উদ্বোধন করেন রেলমন্ত্রী এডভোকেট নুরুল ইসলাম সুজন।

ডেমু ট্রেনটি চট্টগ্রাম থেকে ভোর সাড়ে ৫টায় পটিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে। পটিয়ায় পৌঁছাবে সকাল ৬টা ৪০ মিনিটে। এরপর সকাল সাড়ে ৭ টায় পটিয়া ছেড়ে সকাল ৯ টা ৫ মিনিটে চট্টগ্রাম স্টেশনে পৌঁছাবে ট্রেনটি। দ্বিতীয় ট্রিপে বিকেল ৫ টায় চট্টগ্রাম থেকে দোহাজারীর উদ্দেশ্যে যাত্রা করবে ট্রেনটি। সেখানে সন্ধ্যায় সাড়ে ৭টায় পৌঁছে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা করবে ৭টা ৪০ মিনিটে। চট্টগ্রামে এসে পৌঁছাবে রাত ১০ টা ৪০ মিনিটে।
ট্রেনটি পথে হাশিমপুর, কাঞ্চননগর, খাঁনহাট, খরনা, চক্রশালা, পটিয়া, খানমোহনা, ধলঘাট, বেঙ্গুরা, গোমদন্ডী, ষোলশহর স্টেশনে থামবে। জনপ্রতি ভাড়া নির্ধারণ করা হয়েছে ২৫ টাকা।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রেলওয়ের পূর্বাঞ্চলের জি এম জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী, রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য আলহাজ মোসলেম উদ্দিন এমপি, চন্দনাইশের সাংসদ বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম এমপি, রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার সাহাদাত আলী, পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) ইনামুল হাসান, পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারিক রহমান, পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম মজুমদার, চট্রগ্রাম যাত্রী কল্যাণ সমিতির সভাপতি সাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন প্রমুখ।

উদ্ধোধনী অনুষ্ঠানে রেল মন্ত্রী নুরুল ইসলাম সুজন আরো বলেন, চীন থেকে আনা নতুন এ ডেমো ট্রেনটি চট্টগ্রাম-পটিয়া-দোহাজারি সহ দক্ষিণ চট্টগ্রামের যাত্রীদের চলাচলের পথ সুগম করবে। আপাতত একটা ডেমো ট্রেন সংযোজন করেছি এ রুটে আমি আগামী মাসে আবার আসব দক্ষিণ চট্টগ্রামে নতুন রেল স্টেশন উদ্বোধন করতে তখন হিসাব কষে আরো একটি ট্রেন দিব এ অঞ্চলের যাত্রীদের জন্য।

রেল মন্ত্রী সুজন বলেন, শেখ হাসিনার বাংলাদেশে কোন গরিব থাকবে না। তিনি অসহায় গৃহহীনদের জন্য ঘর করে দিয়ে দৃষ্টান্ত স্হাপন করেছেন। তাই উন্নয়নের এ সরকারের সাথে থাকার জন্য অনুরোধ জানান তিনি।

বাংলাধারা/এফএস/এইচএফ

আরও পড়ুন