১৬ ডিসেম্বর ২০২৫

খাগড়াছড়িতে বিএনপির অভিযোগ প্রত্যাখ্যান করে আ. লীগ প্রার্থীর সংবাদ সম্মেলন

খাগড়াছড়ি প্রতিনিধি »

আগামী ১৪ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য মাটিরাঙ্গা পৌরসভা নির্বাচন অবাধ,সুষ্ঠু উৎসবমূখর ও গ্রহনযোগ্য করার প্রত্যাশা নিয়ে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী নৌকা প্রতিক নিয়ে সামছুল হকের সংবাদ সম্মেলন করা হয়।

শুক্রবার (১২ ফেব্রয়ার) সন্ধ্যার দিকে মাটিরাঙ্গাস্থ বঙ্গবন্ধু পাঠাগার ভবনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং পৌর নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক এম হুমায়ুন মোরশেদ খাঁন বিনপির অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন,তারা তাদের পরাজয় নিশ্চিত জেনে রিটার্নিং কর্মকর্তা ও প্রশাসনের নিকট অহেতুক অভিযোগ করছে। তিনি বলেন,বিএনপির বহিরাগত সন্ত্রাসী সুষ্ঠু নির্বাচন বানচাল করার লক্ষ্যে বিভিন্ন স্থানে অবস্থান করছে। তাদের বিরুদ্ধে শীঘ্রই আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করার জোর দাবি জানানো হয়।

একই সাথে নির্বাচনে জাল ভোট প্রদানকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যাবস্থা গ্রহণ সহ মোবাইল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী এম এম জাহাঙ্গীর আলম নৌকা প্রতীকের কর্মীদের ভয়ভীতা প্রদর্শন ও হুমকী দেয়ায় আইনানুগ ব্যাবস্থা গ্রহণের জোর দাবি জানানো হয়। তাছাড়া সাজাপ্রাপ্ত আসামী সাবেক এমপি ওয়াদুদ ভুইঁয়াকে পৌর এলাকা থেকে বহিষ্কারেরর দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাংঘঠনিক সম্পাদক দিদারুল আলম,জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক রন্জিত কুমার দে,মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আওয়ামী লীগ মনোনিত প্রার্থী মো. সামছুল হক, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুবাস চাকমা, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ