২৬ অক্টোবর ২০২৫

জিততে বাংলাদেশের চাই আর মাত্র ২১০ রান

বাংলাধারা স্পোর্টস  »

আবু জায়েদ রাহি, তাইজুল ইসলাম আর নাঈম হাসানের বোলিংয়ে ১১৭ রানে ক্যারিবীয়দের অলআউট করেছে বাংলাদেশ। এই টেস্টে জিততে বাংলাদেশের সামনে লক্ষ্য ২৩১ রান। এই রিপোর্ট লেখা পর্যন্ত চতুর্থ ইনিংসে কোন উইকেট না হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২১ রান। জিততে প্রয়োজন আর মাত্র ২১০ রান।

আজ চতুর্থ দিনের শুরুটা রাঙিয়েছেন আবু জায়েদ রাহি। পরপর তুলে নিয়েছেন ক্যারিবীয়দের গুরুত্বপূর্ণ দুই উইকেট। দিনের পঞ্চম ওভারের প্রথম বলে জোমেল ওয়ারিকানকে এলবির ফাঁদে ফেলেন রাহি। ওয়ারিকান ফেরার পর ক্যারিবীয়দের সফল জুটি বোনার ও কাইল মায়ার্সের জুটিও টিকতে দেননি তিনি। মায়ার্সকে ফিরিয়ে দিয়ে বাংলাদেশ শিবিরে স্বস্তি এনে দেন এই পেসার।

রাহির পর উইকেট উৎসবে যোগ দেন তাইজুল ইসলাম। ক্যারিবীয়দের ষষ্ঠ উইকেট তুলে নেন তিনি। ফেরান জার্মেইন ব্ল্যাকউডকে। দুই বোলার মিলে প্রথম ১৪ ওভারে ক্যারিবীয়দের তিন উইকেট তুলে নেন।

দ্বিতীয় সেশনে যেন পাখা মেছেন স্পিনাররা। দ্বিতীয় সেশেনে ২৩ মিনিটের মধ্যে ক্যারিবীয়দের চার উইকেট তুলে নেয় বাংলাদেশ। লাঞ্চ বিরতির পরপর শুরুতে জোড়া উইকেট তুলে নেন তাইজুল। এরপর শেষ দুজনকে ফিরিয়ে ১১৭ রানে অতিথিদের অলআউট করেন নাঈম হাসান।

শনিবার প্রথম ইনিংসে ২৯৬ রানে থেমেছে বাংলাদেশ। ১১৩ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৪১ রান করে তৃতীয় দিন শেষ করে ওয়েস্ট ওয়েস্ট ইন্ডিজ। আজ যত দ্রত সম্ভব ক্যারিবীয়দের থামাতে হবে বাংলাদেশকে। নয়তো বড় চ্যালেঞ্জের সামনে পড়তে হবে স্বাগতিকদের।

গতকাল দিনের শেষ দিকে ক্যারিবীয়দের তিন উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ। একটি করে উইকেট পেয়েছেন নাঈম হাসান, মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম।

এর আগে প্রথম ইনিংসে ৪০৯ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় ওয়েস্ট ইন্ডিজ। বিপরীতে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই হতাশ করে বাংলাদেশ।

বাংলাধারা/এফএস/এআর 

আরও পড়ুন