গিয়াস উদ্দিন »
চট্টগ্রামের পটিয়া পৌরসভা নির্বাচনে বিভিন্ন ভোট কেন্দ্রে প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘাত সংঘর্ষ সহিংসতার ঘটনা ঘটেছে। নির্বাচনী সহিংসতায় আব্দুল মাবুদ (৫০) নামের একজন নিহত ও প্রায় ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
জানা গেছে, রবিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৮টায় নির্বাচন শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যে পটিয়া পৌরসভার বিভিন্ন ভোট কেন্দ্রে ধাওয়া পাল্টা ধাওয়া, সংঘর্ষ, গোলাগুলির ঘটনা ঘটেছে। পৌরসভার ৮নং ওয়ার্ডের দক্ষিণ গৌবিন্দারখীল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে দুপুর ১ টার দিকে কাউন্সিলর প্রার্থী আব্দুল মান্নান ও ছরওয়ার কামাল রাজিবের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে প্রতিপক্ষের ছুড়াগুলি ও ছুরিকাঘাতে কাউন্সিলর প্রার্থী আব্দুল মান্নানের ভাই আব্দুর মাবুদ নিহত হয়। এসময় প্রায় ২০ জন আহত হন। অন্যদিকে ১ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আব্দুল খালেককে নির্বাচন শুরু হওয়ার দুই ঘন্টা আগে অপহরণ করে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করেছে তার ভাই নজরুল ইসলাম। ৬নং পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট দিতে গিয়ে নাজমুল হোসেন নামের এক ব্যক্তিকে ফিঙ্গার প্রিন্ট দেয়ার পর জোর পূর্বক অন্য প্রতীকে ভোট দিয়ে দেয়ার অভিযোগ করেন। উক্ত কেন্দ্রের প্রিসাইডিং অফিসার শফিকুল ইসলামের নিকট অভিযোগ করার পর তিনি পুলিশকে সাথে সাথে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন।

৯নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শেখ সাইফুল ইসলাম ও আবছার উদ্দীন সোহেল অভিযোগ করেন বহিরাগতরা বিভিন্ন এলাকা থেকে এসে কেন্দ্রের চারপাশে অবস্থান নেয়ায় ভোটরারা আতঙ্কে ও ভয়ের মধ্যে রয়েছে বলে অভিযোগ করেন, তবে উক্ত কেন্দ্রে প্রিসাইডিং অফিসার মোহাম্মদ সোহরাব হোসের জানান, ভোটারদের ভয় ভীতি এ সংক্রান্ত কোন অভিযোগ কোন প্রার্থী আমার কাছে কেউ করেনি বলে জানান। কিছু কিছু ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষণীয় এরমধ্যে ২নং ওয়ার্ডের সুচক্রদন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র ও পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, গুয়াদন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে প্রচুর ভোটারের উপস্থিতি দেখা গেছে। সুচক্রদন্ডী এলাকার শহিদুল আলম জানান, আমার জীবনে এই ধরণের উৎসব মুখর পরিবেশে শত শত ভোটারদের উপস্থিতিই নির্বাচন আর দেখেননি বলে জানান।
এছাড়াও জাতীয় পার্টির মেয়র প্রার্থী শামশুল আলম মাস্টার ও বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মেয়র প্রার্থী আলহাজ্ব আলী হোসাইন নির্বাচনে বিভিন্ন অনিয়ম কারচুপি ও জোর পূর্বক নৌকা প্রতীকের পক্ষে ভোট নেয়ার অভিযোগে ভোট বর্জনের ঘোষনা দেন দুপুরে।
এ বিষয়ে পটিয়া পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার আরাফাত হোসাইন বলেন, কিছু কিছু ভোট কেন্দ্রে বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, যেখানে কোন অনিয়মের খবর পাওয়া গেছে, সেখানে আমরা ব্যবস্থা নিয়েছি, সব মিলে নির্বাচন উৎসবমুখর পরিবেশে হয়েছে বলে তিনি জানান।
বাংলাধারা/এফএস/এআর













