২৫ অক্টোবর ২০২৫

সিইপিজেড এলাকায় বস্তিতে আগুন, দগ্ধ হয়ে বৃদ্ধের মৃত্যু

বাংলাধারা প্রতিবেদন  »

চট্টগ্রাম নগরের সিইপিজেড এলাকায় একটি বস্তিতে অগ্নিকাণ্ডে ঘটনা ঘটেছে। এসময় আগুনে দগ্ধ হয়ে পক্ষাঘাতগ্রস্ত এক বৃদ্ধ মারা যান। নিহত বৃদ্ধার নাম নওশের মিয়া (৮০)।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) ভোরে ৪টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ৪ ইউনিটের ৯টি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, ভোরে খবর পেয়ে আগ্রাবাদ, বন্দর, সিইপিজেড, কর্ণফুলী ইপিজেড ফায়ার স্টেশনের ৯টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে সকাল ৭টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ৮০ বছর বয়সী পক্ষাঘাতগ্রস্ত নওশের মিয়ার পুড়ে যাওয়া মরদেহ উদ্ধার করা হয়।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন