২৫ অক্টোবর ২০২৫

কক্সবাজারে পাহাড়ী ঢালু থেকে যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি  »

কক্সবাজারের রামুর খুনিয়াপালং ইউনিয়নের পশ্চিম গোয়ালিয়াপালং এলাকার পাহাড়ি ঢালু থেকে অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) বেলা দুইটার দিকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।

স্থানীয়রা জানান, দুপুরে খুনিয়াপালং ইউনিয়নের পশ্চিম গোয়ালিয়ার পাহাড়ি ঢালায় বস্তাবন্দি মরদেহটি দেখে স্থানীয়রা রামু থানা পুলিশকে খবর দেয়।

রামু থানার ওসি মো. আজমিরুজ্জামান তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে রামু থানা পুলিশের একটি দল বেলা আড়াইটায় ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন। মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ধারণা করা হচ্ছে কয়েকদিন আগে মরদেহটি সেখানে ফেলা হয়। তা ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন