৩ নভেম্বর ২০২৫

কদমতলী এলাকায় গাড়ির ধাক্বায় যুবকের মৃত্যু

বাংলাধারা প্রতিবেদন  »

চট্টগ্রাম নগরে গাড়ির ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম মো. তুহিন (৩৫)।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ছয়টার দিকে কদমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তুহিনের বাড়ি চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলায়। বাবার নাম মো. বেলাল।  

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার বলেন, কদমতলী এলাকায় ভোরে একটি দ্রুত গতির গাড়ি তুহিনকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন