লোহাগাড়া প্রতিনিধি »
চট্টগ্রামের লোহাগাড়ায় আরও চারটি অবৈধ ইটভাটা উচ্ছেদ করা হয়েছে। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত পরিবেশ অধিদপ্তর ও চট্টগ্রাম জেলা প্রশাসনের যৌথ অভিযানে চারটি ইটভাটা উচ্ছেদ করে গুঁড়িয়ে দেওয়া হয়।
উচ্ছেদ করা ইটভাটাগুলো হলো- সদর ইউনিয়নের দরবেশ হাট সংলগ্ন এসবি ডব্লিউ ব্রিকস, বড়হাতিয়া কুমিরাঘোনা বায়তুশ শরফ সংলগ্ন একেবি ব্রিকস, মালপুকুরিয়া এলাকায় এমবিএম ব্রিকস এবং চুনতি বনপুকুর এলাকায় সিবিএম ব্রিকস।
অভিযানের নেতৃত্বে দেন, পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের সহকারী-পরিচালক মোহাম্মদ শেখ মুজাহিদ এবং চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুজ্জাহান আকতার সাথী। এছাড়া পুলিশ, র্যাব-৭ এবং ফায়ার সার্ভিসের একটি টিম উপস্থিত ছিলেন।
বাংলাধারা/এফএস/এআর













