খাগড়াছড়ি প্রতিনিধি >
খাগড়াছড়িতে যথাযথ মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা পালন করা হয়েছে।
রোববার (২১ফেব্রুয়ারি) প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেছেন ভারত প্রত্যাগত উপজাতী শরণার্থী বিষয়ক টাস্কর্ফোস চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদমর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি
খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ের সংলগ্ন শহীদ মিনারে রাত ১২ টা ১ মিনিটে প্রথম পুষ্পস্তবক অর্পণ করেন ভারত প্রত্যাগত উপজাতী শরণার্থী বিষয়ক ট্রাস্কর্ফোস চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদমর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। এর পরপরই পার্বত্য চট্রগ্রাম তিন জেলার সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমা, খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু,খাগড়াছড়ি পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, জেলা পুলিশ সুপার মোহাম্মদ আবদুল আজিজ খাগড়াছড়ি প্রেসক্লাব,খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন, আওয়ামীলীগ, বিএনপি সহ শতাধিক সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা বীর শহীদদের প্রতি পুষ্পাস্তবক ও শ্রদ্ধাজ্ঞাপন করেন।
শহীদদের স্মরণে দোয়া-মাহফিল ও বিভিন্ন কর্মসূচি পালনের মধ্য দিয়ে খাগড়াছড়িতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে।
বাংলাধারা/এফএস/এআর













