২৯ অক্টোবর ২০২৫

৪৮ ঘণ্টা পানি থাকবে না সাত এলাকায়

বাংলাধারা প্রতিবেদন  »

চট্টগ্রাম নগরীর সাত এলাকায় টানা ৪৮ ঘণ্টা ওয়াসার পানি সরবরাহ বন্ধ থাকবে। এলাকাগুলো হল এনায়েত বাজার, রেয়াজউদ্দিন বাজার, আন্দরকিল্লা, নন্দন কানন, চৈতন্য গলি, নজির আহমেদ সড়ক ও নিউমার্কেট।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) চট্টগ্রাম ওয়াসা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আগামী শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৮ টা থেকে রোববার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৮ টা পর্যন্ত টানা ৪৮ ঘণ্টা উক্ত এলাকাগুলোতে পানি সরবরাহ বন্ধ থাকবে। তাই এসব এলাকার বাসিন্দাদের আগেই পর্যাপ্ত পানি সংরক্ষণ করার অনুরোধ করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এডিসি হিল রিজার্ভার পরিষ্কারের কারণে ৪৮ ঘণ্টা পানি সরবরাহ বন্ধ রাখার হবে। এরপর স্বাভাবিক হবে পানি সঞ্চালন।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ