২৯ অক্টোবর ২০২৫

‘চতুর্থ শিল্পবিপ্লব হবে এশিয়াতে; বাংলাদেশ অন্যতম সম্ভাবনাময় দেশ’

বাংলাধারা প্রতিবেদন  »

চতুর্থ শিল্প-বিপ্লব হবে এশিয়াতে এবং বাংলাদেশ এর অন্যতম সম্ভাবনাময় দেশ এমনটা মন্তব্য করেছেন কাস্টমস বন্ড কমিশনার এ, কে, এম মাহবুবুর রহমান।

বুধবার (২৪ই ফেব্রুয়ারি) বাংলাদেশ ইপিজেড ইনভেস্টারস এসোসিয়েশন (বেপজিয়া)র মতবিনিময় সভায় এ কথা বলেন কাস্টমস বন্ড কমিশনার।

নগরীর সিপিইজেড ইনভেস্টারস ক্লাবে উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বেপজিয়ার চেয়ারম্যান এম নাসির উদ্দিন। পরিচালনা করেন বেপজিয়া জোনাল সেক্রেটারি আজিজুল বারি চৌধুরী জিন্নাহ।

এসময় উপস্থিত ছিলেন দেশি-বিদেশি বিনিয়োগকারী সহ বেপজা এবং কাস্টমস বন্ড কার্যালয়ের উর্ধতন কর্মকর্তা বৃন্দ।

এতে বিনিয়োগ কারীগন আশা প্রকাশ করেন যে অদূর ভবিষ্যতে কাস্টমস বন্ড আরো বেশি ব্যবসা বান্ধব হবে এবং দেশের অর্থনীতে আরো বেশি ত্বরান্বিত হবে।

উক্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, বেপজিয়ার জোনাল প্রেসিডেন্ট খাজা মঈনুদ্দিন ফরহাদ, শেকসন সেভেন এর এমডি এস, এম, খান মুকুল। নাসা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম, বিজিএমইএ পরিচালক অঞ্জন শেখর দাশ, সিপিইজেড জিএম, মসিউদ্দিন বিন মেজবাহ, কর্ণফুলী ইপিজেডের জিএম মো. এনামুল হক, সহকারী কমিশনার, কাস্টমস বন্ড সন্তোষ সরেন।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন