ফটিকছড়ি প্রতিনিধি »
ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নের চম্পাতলী এলাকার নাজির আলী সওদাগর বাড়িতে (প্রকাশ আছমার বাপের বাড়িতে) ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব এক পরিবার।
সোমবার (১ মার্চ) আনুমানিক ভোর ৪ টার সময় মাহাবুবুল আলমের কাঁচা ঘরে অগ্নিকাণ্ড সংঘটিত হয়। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমান আনুমানিক ৫০ লাখ টাকা হবে বলে প্রাথমিকভাবে অনুমান করা হয়েছে।
মাহাবুবুল আলমের মেয়ে ফারজানা ইয়াছমিন কলি বলেন, ‘ঘরে শুধু আমার আম্মু আর আমি ছিলাম। রাত আনুমানিক সাড়ে ৩ টার সময় হাঁসের ডাক শুনে আমার ঘুম ভেঙ্গে যায়। তখন মনে হয়েছিল ঘরের পেছনে কেউ ছিল, কিন্তু সেটাকে গুরুত্ব না দিয়ে আবার শুয়ে পড়ি। এর অল্প কিছুক্ষণ পর দেখি চারদিক থেকে আগুন জ্বলছে, আমরা কোনমতে প্রাণ নিয়ে ঘর থেকে বের হয়েছি।’
মাহাবুবুল আলম বলেন, ‘অগ্নিকাণ্ডে আমার ঘরের আসবাবপত্র, আমার ২ মেয়ে ও স্ত্রীর প্রায় ৩৫ ভরি স্বর্ণালংকার, একটি টিভিএস মোটর সাইকেল, পার্সপোর্ট, গুরুত্বপূর্ণ ডকুমেন্ট, নগদ টাকা সহ পুড়ে ছাই হয়ে যায়। আমার ছেলের অপারেশন হয়েছে গত কাল, আমি ও আমার বড় ছেলে শহরে ছিলাম।
তিনি আরও বলেন, ‘ঘরে কোন পুরুষ ছিল না, এই সুযোগে পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটিয়েছে বলে আমার ধারণা। আমি চেয়ারম্যানের সাথে পরামর্শ করে আইনানুগ ব্যবস্থা নেব।’
স্থানীয় ইউপি সদস্য আজম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খরব পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি।’
বাংলাধারা/এফএস/এআই













