১৭ ডিসেম্বর ২০২৫

সার্জিস্কোপ হাসপাতালে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু

বাংলাধারা প্রতিবেদন  »

চট্টগ্রামের কাতালগঞ্জস্থ সার্জিস্কোপ-২ হাসপাতালে ভুল চিকিৎসায় সেলিনা বেগম (৪৫) নামের এক রোগীর মৃত্যুর ঘটনা ঘটেছে। সোমবার (১ মার্চ) সকালে এ ঘটনা ঘটে। মারা যাওয়া ওই রোগী হালিশহর নয়াবাজার পদ্মা আবাসিক এলাকার বাসিন্দা মো. ফারুকের স্ত্রী।

সেলিনা বেগমের ছেলে ইমন বিন ফারুক অভিযোগ করে বলেন, প্রায় সুস্থ হয়ে ওঠার পর ওয়ার্ডবয়ের দেয়া ইনজেকশনের বিষক্রিয়ায় মারা যান তার মা। ইনজেকশন পুশ করার কয়েক মিনিটের মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়েন বলেও জানান ইমন।

তিনি বলেন, ‘৭ দিন আগে পেটের টিউমার নিয়ে চট্টগ্রামের কাতালগঞ্জস্থ সার্জিস্কোপ হাসপাতাল-২ এ আমার মাকে ভর্তি করা হয়। ডা. আতা মোহাম্মদ মোজাচ্ছেমের নেতৃত্বে সফল অপারেশন সম্পন্ন হয়ে আজ (সোমবার) কিংবা আগামীকাল তার হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার কথা ছিল। কিন্তু সোমবার সকালে ওয়ার্ড বয়ের এক ভুল ইনজেকশন পুশের কারণে মৃত্যুর মুখে ঢলে পড়েন আমার মা।’

ইমন বলেন, ‘ইনজেকশন পুশ করার কয়েক সেকেন্ডের মধ্যেই আমার মা মারা যান। বিষয়টি জানাজানি হলে কর্তব্যরত চিকিৎসকরা এসে আমার মাকে আইসিইউ (ইনসেনটিভ কেয়ার ইউনিটে) নিয়ে যান। সেখানে থেকে আনুষ্ঠানিকভাবে ডাক্তাররা জানায় আমার মা আর নেই। আমি এ হত্যার বিচার চাই।’

এ ব্যাপারে জানতে চাইলে হাসপাতালের প্রধান অর্থ কর্মকর্তা সঞ্জয় কুমার নাথ বলেন, চিকিৎসক আসতে দেরি হওয়ায়, ওয়ার্ডবয়কে ইঞ্জেকশন দিতে বলেছি, রোগীর ভালোর জন্য ইঞ্জেকশন পুশ করে বাঁচাতে গিয়ে, উল্টোটা হয়ে গেছে। 

পাঁচলাইশ থানার উপ-পরিদর্শক সজীব কুমার দাশ বলেন, ‘ঘটনা শুনে আমি হাসপাতালে এসেছি। কিন্তু এখনো ঘুরছি। কারণ কোন ডাক্তারের সাথে কথা বলতে পারিনি। মৃতের স্বজনদের সাথে কথা বলেছি। কিন্তু তাদের কথা শুনলে ত হবে না। ডাক্তারের কথা শুনতে হবে। আর ভিকটিমদের স্বজন থানায় মামলা না করলে আমরা আইনগত কোন পদক্ষেপও নিতে পারব না। ’

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ