২৫ অক্টোবর ২০২৫

টাইগারদের সবচেয়ে বেশি জয় ও হারের সাক্ষী তিনি, জানালেন অভিজ্ঞতা

বাংলাধারা ডেস্ক»

বাংলাদেশ ক্রিকেটের সাবেক খেলোয়াড় আতাহার আলী খান। তিনি বাংলাদেশ জাতীয় দলের টাইগারদের সবচে বেশি জয় ও হারের সাক্ষী। ২২ গজে যখন মাশরাফি, সাকিব, তামিমরা পারফর্ম করেন তখন মাইক্রোফেন হাতে ঝড় তুলেন আরেক বাংলাদেশী আতাহার আলী খান।

বেসরকারি টিভি চ্যানেল সময় নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বাংলাদেশের হয়ে জাতীয় দলে খেলাকে আমি সৌভাগ্য মনে করি। আমার জীবনের সবচেয়ে ভালোবাসার জায়গাটা হলো ক্রিকেট।

২০০৫ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের জয়ের বিষয়ে অনুভূতি জানিয়ে বলেন, শেষ মুহূর্তে যখন কাছে চলে যাই তখন বব আমাকে ঠাণ্ডা করার জন্য বাতাস করছিল। ড্যালেল নিমেন মাইক্রোফোনটা হাতে ধরিয়ে বললেন, তুমি কিছু বল। তখন মাইক্রোফোনটা হাতে নিয়ে আমি শুধু বললাম, take that australia.

শ্রীলঙ্কার বিপক্ষে মাহমুদুল্লার সেই ঐতিহাসিক ছয়ের বিষয়ে তিনি বলেন, ন্যাচেরালি সেই দিন বাংলাদেশ ক্রিকেটের জন্য আবেগ ও গর্ব হচ্ছিল।

জিততে জিততে বাংলাদেশ হেরে যাওয়ার অভিজ্ঞতা শেয়ার গিয়ে তিনি বলেন, তখন হতাশাবোধ কাজ করে নিজের মধ্যে। যদিও এটাকে আমাদের গ্রহণ করে নিতে হবে। যখন বাংলাদেশ ভালো খেলে কিংবা ম্যাচে জিতে তখন আমাদের সম্মানটা কমিটি বক্সে অনেক বেড়ে যায়।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ