২৯ অক্টোবর ২০২৫

মা হচ্ছেন জনপ্রিয় সংগীতশিল্পী শ্রেয়া ঘোষাল

বাংলাধারা ডেস্ক »

উপমহাদেশের (ভারতীয়) জনপ্রিয় সংগীতশিল্পী শ্রেয়া ঘোষাল মা হচ্ছেন। ফেসবুকে বেবি বাম্পের একটি ছবি শেয়ার করে নতুন অতিথি আসার ঘোষণা দিয়েছেন তিনি নিজেই। খবরটি জানানোর পর ভক্তদের শুভ কামনায় ভাসছেন এ শিল্পী।

শ্রেয়া ঘোষাল সাধারণ নিজের ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে বরাবরই নিরব ভূমিকায় থাকেন। বিয়ের বিষয়টিও কবে, কখন, কোথায় ও কার সঙ্গে বিয়ের হয়েছে জানাননি কিছুই। কিন্তু এবার তিনি নিজেই জানালেন ঘরে নতুন অতিথি আসার খবর।

শ্রেয়া ফেষবুকে বেবি বাম্পের যে ছবি পোস্ট করেছেন তাতে দেখা যাচ্ছে, সাগরিকা পাড়ের ছবি প্রিন্টের একটি পোশাক পরে আছেন শ্রেয়া। পেটে হাত দিয়ে নিজের অনাগত সন্তানের অনুভব বোঝার চেষ্টা করছেন তিনি।

ক্যাপশনে শ্রেয়া লিখেছেন- ‘ছোট্ট শিলাদিত্য আসছে! আমি এবং শিলাদিত্য আপনাদের সবাইকে এ সংবাদটি জানাতে গিয়ে শিহরিত হচ্ছি। আপনাদের আশীর্বাদ ও ভালোবাসা চাই, যাতে করে আমাদের জীবনের এই নতুন অধ্যায়ের জন্য প্রস্তুত থাকতে পারি।’

২০১৫ সালের ৫ ফেব্রুয়ারি ছোটবেলার বন্ধু শিলাদিত্যের সঙ্গে গাঁটছড়া বাঁধেন শ্রেয়া ঘোষাল। ৩৩ বছর বয়সে শ্রেয়া ফিল্মফেয়ার জিতেছেন ৬বার। শুধু হিন্দি নয় বাংলা, মালায়লাম, তামিল সব ভাষার ছবিতেই গান গেয়েছেন তিনি। ১৬ বছর বয়সে সঙ্গীত বিষয়ক টিভি রিয়েলিটি শো ‘সা রে গা মা পা’-এর মাধ্যমে সঙ্গীত জগতে পা রাখেন এই সঙ্গী শিল্পী। ২০০২ সালে সঞ্জয় লীলা বানসালির ‘দেবদাস’ ছবির মাধ্যমে হিন্দি ছবিতে প্লেব্যাক শুরু করেন তিনি।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন