২৯ অক্টোবর ২০২৫

অনলাইন ও ডিজিটাল পদ্ধতিতে গণমানুষকে সেবার পদক্ষেপ নিলেন কাউন্সিলর আবদুস সবুর লিটন

বাংলাধারা প্রতিবেদন  »

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ওয়ার্ড ভিত্তিক সেবাসমূহকে পরিকল্পিত বিন্যাস ও মানুষের দ্বারপ্রান্তে পৌঁছে দিতে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচিত প্রতিনিধিরা মনোযোগ দিয়েছেন তাদের আগামীর কর্ম প্রবাহে।

আজ (০৪ মার্চ) বন্দর নগরীর ২৫ নং রামপুর ওয়ার্ডে, ওয়ার্ড কার্যালয়কে ঢেলে সাজিয়ে আধুনিক ডিজিটাল সেবা সমূহকে প্রস্তুত করে নির্বাচিত কাউন্সিলর আবদুস সবুর লিটন তার ওয়ার্ড কার্যালয়ের শুভ উদ্বোধন করেন।

দিনের প্রথম প্রহরে পবিত্র মিলাদ মাহফিল ও দোয়ার মাধ্যমে অফিস কার্যক্রম শুরু হয়। এরপর নেতাকর্মীসহ ওয়ার্ডের সর্বস্থরের জনসাধারণের পক্ষ হতে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

জন্ম-মৃত্যু সনদ সহ এন আইডি, পাসপোর্ট, নানামুখী নাগরিক সেবায় কর্মচারীগণ ব্যস্ত সময় পার করেন। সকাল হতেই, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতাসহ নানামুখী সেবার মাধ্যমে তৃণমূলের সাধারণ মানুষকে সেবা প্রদান করা হয়।

এ সময় কাউন্সিলর আবদুস সবুর লিটন বলেন, আমি সমাজের অবহেলিত মানুষের প্রতি কার্যালয়ের সেবা সমূহকে সহজভাবে পোঁছে দিতে সবাইকে নির্দেশনা প্রদান করেছি। এবং সকল শ্রেণী পেশার মানুষকে তার সেবা অধিকার প্রয়োগের আহ্বান জানাচ্ছি।

তিনি আরও বলেন, আমি রামপুর ওয়ার্ডের মানুষদের পাশে আগেও ছিলাম, এখনও আছি, ভবিষ্যতেও থাকবো। রামপুর ওয়ার্ডের জনগণ আমার পরিবার। আমি রামপুরবাসীর কাছে দোয়া ও সহযোগিতা চাই, যাতে রামপুরকে একটি মডেল ওয়ার্ড হিসেবে প্রতিষ্ঠিত করতে পারি। আমার দরজা সকলের জন্য খোলা থাকবে। আমি আমার সাদ্যমত সহযোগীতা করার চেষ্টা করবো।

এ সময় নির্বাচিত কাউন্সিলর অনলাই ও ডিজিটাল পদ্ধতিতে জন্ম, মৃত্যু সনদসহ অন্যান্য কাজ সমূহকে সরকারী নীতিমালা মোতাবেক করার উপর জোর দেন।

সমাজবীদরা মনে করেন প্রতিনিধি, কর্মচারী ও সমাজের তৃণমূলের মানুষের সমন্বয়ে সেবাসমূহকে নিশ্চিত করার মাধ্যমে একটি আধুনিক ওয়ার্ড বিনির্মাণ সম্ভব।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন