বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে হত্যা মামলার আসামী এক হাজতি পালানোর ঘটনায় জেলারকে প্রত্যাহার ও দুই কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
গঠন করা হয়েছে তিন সদস্যের তদন্ত কমিটি।
রবিবার (৭ মার্চ) সকালে ডিআইজি প্রিজন এ.কে. এম ফজলুল হক এই তথ্য নিশ্চিত করেন।
জানা যায়, গতকাল ৬ মার্চ চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে ফাহাদ হোসেন নামের এক হত্যা মামলার আসামি পালিয়ে যায়। তাকে সারাদিন খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। এই ঘটনায় জেলার রকিবুল ইসলামকে প্রত্যাহার করার হয়েছে। কারারক্ষী নাজিম উদ্দিন ও প্রধান সহকারী কারারক্ষী ইউনুছ মিয়াকে বরখাস্ত করা হয়েছে। এছাড়া, প্রধান সহকারী কামাল মিয়ার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হয়েছে।
খুলনা বিভাগের ডিআইজি প্রধান সগির মিয়াকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
বাংলাধারা/এফএস/এআই













