১৬ ডিসেম্বর ২০২৫

মেসি বার্সা ছেড়ে যাবেন না : নতুন সভাপতি

বাংলাধারা স্পোর্টস  »

দ্বিতীয়বারের মতো বার্সেলোনার সভাপতি নির্বাচিত হয়েছেন হুয়ান লাপোর্তা। ভিক্টর ফন্ত ও তনি ফ্রেইসারকে হারিয়ে নির্বাচিত হন তিনি। নতুন দায়িত্ব পেয়েই তিনি জানিয়ে দিলেন মেসি বার্সা ছেড়ে যাবেন না।

চলতি মৌসুম পর্যন্ত মেসির সঙ্গে বার্সেলোনার চুক্তি রয়েছে। এরপর চুক্তি বাড়াবেন  কি না, এ বিষয়ে এখনও মুখ খোলেননি এই আর্জেন্টাইন তারকা।

তবে সভাপতি নির্বাচিত হয়ে মেসি সম্পর্কে হুয়ান লাপোর্তা বলেন, ‘মেসিকে ভোট দিতে দেখে খুবই ভালো লেগেছে। ওঁর ভোট দেওয়া বার্সায় থেকে যাওয়ার ইঙ্গিত। প্রায় ২০ বছর আগে বার্সেলোনা জুনিয়র দলে মেসির অভিষেক হয়েছিল। তারপর থেকে মেসি ও বার্সা সমার্থক হয়ে গেছে। তাই আমার বিশ্বাস মেসি ওঁর প্রিয় ক্লাবে থেকে যাবে।’

গোল ডটকমের খবরে জানা গেছে, বার্সেলোনার নির্বাচনে মোট ভোট পড়েছে ৫৫ হাজার ৬১১টি। এর মধ্যে লাপোর্তা পেয়েছেন ৩০ হাজার ১৮৪টি ভোট। মোট ভোটের ৫৪.২৮ শতাংশ পেয়েছেন তিনি। তাঁর প্রতিদ্বন্দ্বী ফন্ত পেয়েছেন ১৬ হাজার ৬৭৯টি বা ২৯.৯৯ শতাংশ ভোট। আরেক প্রার্থী ফ্রেইসা পেয়েছেন ৪ হাজার ৭৬৯টি বা ৮.৫৮ শতাংশ ভোট।

এর আগে ২০০৩ থেকে ২০১০ পর্যন্ত বার্সেলোনার সভাপতি ছিলেন লাপোর্তা। এবার ভোটের লড়াইয়ের আগেই জানিয়েছিলেন, দায়িত্ব এলে মেসিকে ক্লাবে রাখার আশা দেখিয়েছেন তিনি।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ