২৮ অক্টোবর ২০২৫

বইমেলা শুরু হচ্ছে চার দিন পর , কমেছে স্টল

বাংলাধারা প্রতিবেদন  »

এবারের অমর একুশে গ্রন্থমেলা শুরু হবে ১৮ মার্চ এবং শেষ হবে ১৪ এপ্রিল অর্থাৎ বাংলা নববর্ষ ১৪২৮ বরণের মধ্য দিয়ে।

একটু ভিন্ন আঙ্গিকে আয়োজন হবে এবারের একুশে বইমেলার। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে সামনে রেখেই এবারের আয়োজন। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে এবারের বইমেলা সাজবে ‘হে স্বাধীনতা’ থিমে। একুশের চেতনাকে ধারণ করে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং মুজিব জন্মশতবর্ষ—সবকিছুই উঠে আসবে এই মেলায়।

এবারের বইমেলায় ৫২২টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নেবে। যেখানে গত বছর স্টল সংখ্যা ছিল ৫৩৮টি। এ ছাড়া এক হাজার ৮১৭টি ইউনিট এবং ৩৩টি প্যাভিলিয়ন থাকবে এবারের বইমেলায়।

অন্যদিকে, কর্তৃপক্ষের আকাঙ্ক্ষা, বৈশাখী ঝড়ের কবলে পড়তে পারে এবারের বই মেলার আয়োজন। বৈশাখী ঝড়ের আশঙ্কা বিবেচনায় রেখে এবারের মেলায় আগতদের জন্য নিরাপদ আশ্রয়ের ব্যবস্থাও থাকবে। তাছাড়া করোনা মহামারির বিষয়টি মাথায় রেখে নেওয়া হচ্ছে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন