বাংলাধারা ডেস্ক »
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি নির্বাচিত হওয়ায় সাবেক আইনমন্ত্রী ও সংসদ সদস্য অ্যাডভোকেট আবদুল মতিন খসরুকে অভিনন্দন জানয়েছেন শিক্ষা উপ মন্ত্রী ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।
শনিবার (১৩ মার্চ) দুপুরে নওফেল তাঁর ভেরিফাই অফিসিয়াল ফেসবুক পেইজে আবদুল মতিন খসরুর ছবি সংযুক্ত অভিনন্দন বার্তাটি শেয়ার করেন।
জানা যায়, সভাপতি পদে আব্দুল মতিন খসরু পেয়েছেন ২ হাজার ৯৬৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী বিএনপি সমর্থিত এডভোকেট ফজলুর রহমান পেয়েছেন ২ হাজার ১৩২ ভোট।
এছাড়া, তার সরকার সমর্থিত সাদা প্যানেল ১৪টি পদের মধ্যে ৮টি পদে বিজয়ী লাভ করেছে।
অন্যদিকে সাধারণ সম্পদক বিএনপি সমর্থিত নীল প্যানেলে সম্পাদক সহ ৬টি পদে জয় লাভ করেছে।
বাংলাধারা/এফএস/এআই













