৩০ অক্টোবর ২০২৫

বঙ্গবন্ধু শিশুকিশোর মেলা উত্তর জেলার বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশুদিবস উদযাপন

বাংলাধারা ডেস্ক »

আনন্দ শোভাযাত্রার মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করেছে ‘বঙ্গবন্ধু শিশুকিশোর মেল ‘ চট্টগ্রাম উত্তর জেলা।

বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি আছিফ রহমান শাহীন ও সাধারণ সম্পাদক মোকাররম হোসেন ভূইয়ার নেতৃত্বে শোভাযাত্রা নগরীর নিউমার্কেটের দোস্ত বিল্ডিং থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে জামাল খান প্রেসক্লাবে এসে সমাপ্তি ঘোষণা করে।

আনন্দ শোভাযাত্রায় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা চট্টগ্রাম উত্তর জেলার সকল ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এতে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা চট্টগ্রাম উত্তর জেলা সহ-সভাপতি ইকবাল হোসেন রুবেল, কামরুন্নাহার নিলু, এডভোকেট আমিনুল ইসলাম, সজীব বড়ুয়া সহ জেলা ও উপজেলা শাখার নেতা-কর্মীদের পদচারণায় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

শোভাযাত্রা শেষে পঞ্চাশ অধিক শিশু কিশোরদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা চট্টগ্রাম উত্তর জেলা।

শিক্ষা সামগ্রী বিতরণ কর্মসূচি শেষে সংক্ষিপ্ত ভাষণে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক মোকাররম হোসেন ভূইয়া সবাইকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন, বঙ্গবন্ধুর নাম দিয়ে অনেক ভুঁইফোড় সংগঠন গজিয়ে উঠেছে যারা নিজেরা অনেকে অনেক দুর্নীতির দায়ে অভিযুক্ত।

সভাপতির বক্তৃতায় আছিফ রহমান শাহীন সবাইকে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস সফলভাবে সম্পন্ন করায় সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে কর্মসূচী সমাপ্ত ঘোষণা করেন।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন