রাঙ্গুনিয়া প্রতিনিধি »
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়ন যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ মার্চ) বিকালে ইউনিয়নের বঙ্গবন্ধু সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উক্ত সম্মেলন সম্পন্ন হয়।
সম্মেলনে উদ্বোধক ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি শামসুদ্দোহা সিকদার আরজু। ইউনিয়ন যুবলীগের সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্ব সম্মেলনে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগের উপদেষ্টা জহির আহমদ চৌধুরী। প্রধান বক্তা ছিলেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. ইউনুচ।

সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মুহাম্মদ ছাবের ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূর আলীর যৌথ সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি চেয়ারম্যান চৌধুরী কুতুব উদ্দিন হারুনী, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা ফজলুল কবির গিয়াসু, আইয়ুব নূরী ফরহাদাবাদী, সাংগঠনিক সম্পাদক জাহেদুল আলম চৌধুরী আইয়ুব, আরিফুল ইসলাম চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক এমরুল করিম রাশেদ, সদস্য আসাদুজ্জামান আসাদ, জসিম উদ্দিন মুন্সি, জাহেদুল ইসলাম, পোমরা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ছৈয়দুল আলম তালুকদার, সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন মাস্টার, উপজেলা যুবলীগের সি. সহ সভাপতি বদিউল খায়ের লিটন চৌধুরী, সহ সভাপতি পারভেজ হোসেন, যুগ্ম সম্পাদক ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক আজিজ হোসেন, নাছির উদ্দিন আহমেদ প্রমুখ।

এদিকে দীর্ঘ ১০বছর পর অনুষ্ঠিত এই সম্মেলনে সভাপতি পদে ৭ জন ও সম্পাদক পদে ৯ জনসহ মোট ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। গত এক সপ্তাহ ধরে তাদের নানা ব্যানার-পোস্টারে ছেয়ে গেছে পোমরার অলিগলি। সম্মেলনের শুরুতে প্রতিদ্বন্ধি এসব প্রার্থীরা নিজেদের সমর্থনে বিশাল বিশাল মিছিল সহকারে সম্মেলনে যোগদান করেন।
বাংলাধারা/এফএস/এআর













