বাংলাধারা ডেস্ক »
‘পৃথিবী ভ্রমণের ইচ্ছে হলে আমি আম্মার মুখের দিকে তাকাই’, ‘ভূগোল’ কবিতায় এমনই লিখেছিলেন কবি ও ক্রীড়া সাংবাদিক রুহুল মাহফুজ জয়। এবারের অমর একুশে বইমেলায় (২০২১) প্রকাশিত হয়েছে তার নতুন বই ‘মান্দার ফুলের সখা’। তিন ফর্মার এই বইয়ে রয়েছে ৪০টি কবিতা। রুহুল মাহফুজ জয় জানান, প্রায় ৫৬টি পয়ার থেকে ওই ৪০টি কবিতা বেছে নিয়েছেন তিনি।
২০১৯ সালের ডিসেম্বর মাসে নতুন এই বইটির কবিতাগুলো লিখতে শুরু করেন তিনি। তখনো পৃথিবীতে ঝেঁকে বসেনি করোনা ভাইরাস। এরপর মার্চ (২০২০) থেকে শুরু হলো লকডাউন। একে অপরের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া। পৃথিবীর পথ-প্রান্তর যখন শূন্য, তখন থার্টিন লন্ডন রোডে কবির জানালায় ফিরে এসেছে ফেলে আসা স্বদেশের স্মৃতি, ছোটবেলা, বন্ধুত্ব, প্রেম; আর অবশ্যই বাংলা কবিতা!
পয়ার লেখা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আগে ছন্দচর্চা তেমন করা হয়নি। যখন মনে হলো নির্দিষ্ট ছন্দ ব্যবহার করে একটা বই লিখবো, তখন পয়ারের কথাই প্রথমে মাথায় এসেছে। রুহুল মাহফুজ জয় জানান, লিখতে-লিখতে পয়ারের প্রতি দুর্বলতা তৈরি হয়েছে তার। একইসঙ্গে লেখাগুলোকে কমিউনিকেটিভ করেছেন তিনি। সেভাবেই জুড়ে গেছে পপ-কালচার।

রাজীব দত্তের প্রচ্ছদে প্রকাশিত বইটির অনলাইন পরিবেশক ঢাকাপ্রকাশ। ১৩০ টাকা মূল্যে বইটি পাওয়া যাবে কুরিয়ারে। এজন্য যোগাযোগ করতে হবে ঢাকাপ্রকাশের ফেসবুক পেজে। এছাড়াও যোগাযোগ করা যাবে ০১৭২৬-৪৯৭৪৯৮, ০১৫১১-৬৭২৪৬৬ নম্বরে। বইমেলায় ‘মান্দার ফুলের সখা’র পরিবেশক পেন্ডুলাম পাবলিশার্স ও ফেস্টুন। এছাড়া থাকবে বাতিঘরে।

রহুল মাহফুজ জয়ের জন্ম ১৯৮৪ সালের ৩১ মার্চ, ময়মনসিংহের ফুলবাড়ীয়ায়। পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে। শিল্প-সাহিত্যের ওয়েবজিন ‘শিরিষের ডালপালা’র সমন্বয়ক তিনি। ‘মান্দার ফুলের সখা’ তার চতুর্থ কবিতার বই। এর আগে প্রকাশিত বইগুলো হলো ‘আত্মহত্যাপ্রবণ ক্ষুধাগুলো’ (২০১৬), ‘কালো বরফের পিস্তল’ (২০১৮) ও ‘বিদ্যুতের প্রাথমিক ধারণা’ (২০১৯)। কবিতা ছাড়াও ‘এ টু জেড বিশ্বকাপ’ (২০১৮) নামে একটি বই আছে তার। আছে ‘কূটালাপ’ (২০১৮) ও ‘স্পর্শছুরি প্রেমাণুগল্প’। তার সম্পাদনায় বেরিয়েছে বই দুটি।
বাংলাধারা/এফএস/এআর













