ভাল থেক স্বাধীনতা
অনিন্দ্য টিটো
………………………………………………………
ভাল থেক স্বাধীনতা, মানুষের প্রাণে
জয় বাংলার মুক্তির স্লোগানে
বনের সবুজ চারুলতায়;
বোনের স্নেহে ভাইয়ের আদরে
মমতায় ঘেরা মায়ের চাদরে
চির জাগরূক ভালবাসায়।
ভাল থেক প্রণয়ে
শ্রদ্ধা আর বিনয়ে
পাখিদের গানে
নদীর কলতানে
মাঝিদের বৈঠায়
বামনের পৈতায়
মুমিনের আযানে
বিজ্ঞানের নভোযানে
প্যাগোডার প্রার্থনায়
মুক্তির আরাধনায়
গীর্জার ঘন্টায়
উড়ুউড়ু মনটায়।
ভাল থেক তুমি
আশ্রয়ের ভূমি
কৃষকের মাঠে
মুক্তির বাটে
অধিকারের দামে
অসাম্প্রদায়িক ধামে
স্বাধীন সত্তায়
রাতের নিরাপত্তায়!
ভাল থেক স্বাধীনতা, প্রজন্মের প্রাণে
সংগ্রামী রাজপথে মুজিবের তারুণ্যে
প্রতিদিন উঠে মুক্তির সূর্য বাংলায়
তোমারি প্রিয় নামে
শতবর্ষ পরও তুমি থাকবে অম্লান
হৃদয়ের রক্ত খামে
ভাল থেক স্বাধীনতা, অজয় অমর তুমি
পতাকার লাল সবুজে, তোমার চরণ চুমি!
বাংলাধারা/এফএস/এআর













