বাংলাধারা স্পোর্টস »
অকল্যান্ডে সিরিজের শেষ ম্যাচে হোয়াইটওয়াশ এড়ানোর জন্য আজ (১ এপ্রিল) মাঠে নামছে বাংলাদেশ। এরই মধ্যে বেশ কয়েকবার হানা দিয়েছে বৃষ্টি। এর ফলে বিলম্ব হয়েছে টস।
বৃষ্টি কমার পর ইতোমধ্যে এই ম্যাচের টস অনুষ্ঠিত হয়েছে। টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। টাইগারদের নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ঊরুর চোটের কারণে খেলছেন না এই ম্যাচে।
বাংলাদেশ একাদশ (সম্ভাব্য)- লিটন দাস (অধিনায়ক), মোহাম্মদ নাইম, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন, শেখ মেহেদী, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ ও তাসকিন আহমেদ।
নিউজিল্যান্ড একাদশ (সম্ভাব্য)- ফিন অ্যালেন, মার্টিন গাপটিল, ডেভন কনওয়ে (উইকেটরক্ষক ব্যাটসম্যান), উইল ইয়ং, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, ড্যারিল মিচেল, টিম সাউদি (অধিনায়ক), ইস সোধি, অ্যাডাম মিলনে ও হামিশ ব্যানেট।
বাংলাধারা/এফএস/এআর













