বাংলাধারা ডেস্ক »
নগরীর ইপিজেডে থানা এলাকার একটি বেসরকারি ব্যাংকে ঢুকে বডি স্প্রেকে বোমা বলে ডাকাতির চেষ্টা করা যুবক তরিকুল ইসলামের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (১ এপ্রিল) দুপুরে মহানগর হাকিম সরওয়ার জাহানের আদালত তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয়।
চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (প্রসিকিউশন) শাহাবুদ্দিন বলেন, ‘তারিকুলের বিরুদ্ধে আতঙ্ক সৃষ্টির অপরাধে ফৌজদারি আইনে মামলা হয়েছে। তাকে বৃহস্পতিবার দুপুরে আদালতে তোলা হয়। পুলিশ ৫ দিনের রিমান্ড চায়। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
জানা গেছে, তারেকুল ইসলামের বাড়ি কক্সবাজারের চকরিয়ায়। তিনি কাতারে ছিলেন। বছর খানেক আগে দেশে আসে।
এর আগে বুধবার (৩১ মার্চ) বিকালে পকেটে বোমা আছে দাবি করে আতঙ্ক ছড়িয়ে ব্যাংক ডাকাতির চেষ্টার অভিযোগে তরিকুলকে আটক করে পুলিশ। পরে তাকে কারাগারে পাঠানো হয়।
বাংলাধারা/এফএস/এআই













