১৭ ডিসেম্বর ২০২৫

কক্সবাজারের মুক্তিযোদ্ধা ছায়েদুল আলমের ইন্তেকাল

জেলা প্রতিনিধি, কক্সবাজার »

কক্সবাজার সদর উপজেলার পোকখালী ইউনিয়নের উত্তর গোমাতলী রাজঘাট গ্রামের বীর মুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ ছায়েদুল আলম (৭০) ইন্তেকাল করেছেন। তিনি দীর্ঘদিন শ্বাসকষ্ট রোগসহ বার্ধক্যজনিত নানা রোগে ভোগছিলেন।

বৃহস্পতিবার (পহেলা এপ্রিল) সকাল ৯টার দিকে কক্সবাজার সদর হাসপাতালের নিবিড পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

একইদিন বিকাল সাড়ে পাঁচটার দিকে উত্তর গোমাতলী রাজঘাটজামে মসজিদ মাঠে জানাজা শেষে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়েছে বলে জানিয়েছেন মরহুমের সহযোদ্ধা মুক্তিযোদ্ধা মোহাম্মদ হোসেন।

মরহুম ছায়েদুল আলম পোকখালী ইউনিয়নের উত্তর গোমাতলী রাজঘাট পাড়ার মরহুম হোছাইন আলীর ছেলে। তিনি গোমাতলী সমবায় কৃষি ও মোহাজের উপনিবেশ সমিতির সদস্য। কয়েক যুগ ধরে তিনি কক্সবাজারের পশ্চিম নতুন বাহারছড়া এলাকার বাসিন্দা। দাম্পত্য জীবনে তিনি ১ মেয়ে ও ৪ ছেলের জনক।

মরহুমের বড় মেয়ে রুমানা সাঈদ ঢাকার তেজগাঁও কলেজের গণিতের শিক্ষিকা। বড় ছেলে রিদুয়ান সাঈদ ঢাকা রাজউক’র উপ-পরিচালক হিসাবে কর্মরত রয়েছেন। মেঝ ছেলে রিফাত বিন সাঈদ স্কয়ার কনজিউমার লিমিটেডের ইন্টারন্যাশনাল মার্কেটের সহকারী ব্রান্ড ম্যানেজার। তৃতীয় ছেলে সাঈদ তানভির চট্টগ্রাম মেডিকেল কলেজের শিক্ষার্থী ও ছোট ছেলে সাঈদ তৌকির ঢাকা সোহরাওয়ার্দী মেডেকেল কলেজে পড়ছেন।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ