২৫ অক্টোবর ২০২৫

রাঙ্গুনিয়ায় হেফাজতের হামলায় আহত আ.লীগ নেতার মৃত্যু, তথ্যমন্ত্রীর শোক

রাঙ্গুনিয়া প্রতিনিধি  »

রাঙ্গুনিয়ায় হেফাজতের নেতা মামুনুল হক ইস্যুতে অনুষ্ঠিত মিছিল থেকে হেফাজত, বিএনপি ও জামায়াতের ত্রি-গোষ্ঠীর হামলায় আহত হয়ে তিনদিন চিকিৎসাধীন থাকার পর আওয়ামী লীগ নেতা মহিবুল্লাহ (৫৪) মারা গেছেন।

মঙ্গলবার (৬ এপ্রিল) দিবাগত রাতে সাড়ে ১২টার সময় চট্টগ্রাম নগরীর পার্কভিউ হাসপাতালে তার মৃত্যু হয়েছে। পার্কভিউ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এটিএম রেজাউল করিম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মুহিবুল্লাহ রাঙ্গুনিয়া উপজেলার কোদালা ইউনিয়নের আওয়ামী লীগের সদস্য ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলে সন্তানসহ অনেক গুনীজন রেখে যান।

এদিকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কেন্দ্রিয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি।

গত শনিবার (৩ এপ্রিল) হেফাজত ইসলামের নেতা মামুনুল হক নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের একটি রিসোর্টে নারীসহ অবরুদ্ধ হয়। এর প্রতিবাদে ওই রাতে বিক্ষোভ মিছিল বের করে হেফাজত ইসলাম, বিএনপি ও জামাতের নেতাকর্মীরা। এ মিছিল থেকে হামলা চালালে আওয়ামী লীগ নেতা মহিবুল্লাহসহ গুরুতর আহত হয় যুবলীগ নেতা আব্দুল জব্বার ও দিলদার আজম লিটন। তাদের উদ্বার করে উপজেলার একটি ক্লিনিকে নেওয়া হলে সেখানে মহিবুল্লাহ আশংকাজনক অবস্থায় নগরীর পার্কভিউ হাসপাতালে তিনদিন চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়।

রাঙ্গুনিয়া থানার ওসি মাহবুব মিল্কি (তদন্ত) বলেন, হামলায় ঘটনায় পুলিশ ও কোদালা ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল জব্বার বাদী হয়ে দুইটি পৃথক মামলা করেছেন। মামলা দুইটিতে বিএনপি, জামায়াত ও হেফাজতের ৬৪ জন নেতাকর্মী এবং অজ্ঞাতনামা ১৫০ জনসহ মোট ২১৪ জনকে আসামি করা হয়েছে। দুইটি মামলাতেই উপজেলা বিএনপি চারজন নেতাকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন, ইউনুছ মনি, ফোরকান (৩৫), ইয়াহিয়া (২৮) ও বাবর (৩৭)। এ মামলা হত্যা মামলায় রুপান্তর হবে বলেও ওসি জানান।

আওয়ামী লীগ নেতা মহিবুল্লাহ’র মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে রাঙ্গুনিয়া আওয়ামী লীগসহ সকল অঙ্গসংগঠনের মধ্যে। তার মৃত্যুর খবরে তাৎক্ষনিক ফেইসবুকে শোক ও সন্ত্রাসীদের কঠোর শাস্তি চেয়েছেন দলের নেতাকর্মীরা।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন