৪ নভেম্বর ২০২৫

কঠোর লকডাউনের আগে ব্যাংকগুলোতে উপচে পড়া ভিড়

বাংলাধারা প্রতিবেদন  »

সরকারি ঘোষণা অনুযায়ী আগামী ১৪ এপ্রিল থেকে দেশে কঠোর লকডাউন হওয়ার কথা রয়েছে। এই লকডাউনে সাধারণ জনগন বিনা কারণে ঘর থেকে বের হতে পারবে না বলেও সরকারি প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। আর তাই কঠোর লকডাউনের আগেই নগরীর ব্যাংকগুলোতে দেখা যাচ্ছে উপচে পরা ভিড়।

সোমবার (১২ এপ্রিল) সকাল থেকেই নগরীর বিভিন্ন ব্যাংকগুলো দেখা যায় গ্রাহকদের মাত্রাতিরিক্ত ভিড়। এসময় ব্যাংকপাড়া বলে পরিচিত আগ্রবাদ বাণিজ্যিক এলাকার সবগুলো ব্যাংকেও গ্রাহকদের নানামুখী সেবা নিতে দেখা গেছে।

জানা যায়, সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত লেনদেন চলবে ব্যাংকগুলোতে।

প্রাইম ব্যাংক আগ্রবাদ শাখার একজন গ্রাহক জানান, সামনে লকডাউন। ব্যাংক আবার কবে খুলবে ঠিক নাই। তাই ব্যাংক থেকে বেশকিছু টাকা উঠিয়েছি। যাতে প্রয়োজনের সময় কাজে লাগে।

এদিকে প্রেসক্লাব ভবনে অবস্থিত অগ্রণী ব্যাংকের সামনেও গ্রাহকদের দীর্ঘ সারি দেখা গেছে। ব্যাংকের লাইনে দাঁড়িয়ে থাকা গৃহিণী ঝুমা দাস জানান, লকডাউনে ব্যাংক চালু থাকবে কিনা তা জানা নাই। তাই আগেভাগেই খরচের জন্য টাকা তুলছি।

যমুনা ব্যাংকের ব্যবস্থাপক জনান, আগামীকাল পর্যন্ত ব্যাংকগুলোতে প্রচুর চাপ থাকবে। যেহেতু আগামি ১৪ তারিখ থেকে লকডাউন তাই গ্রাহকরা তাদের প্রয়োজনীয় কাজ সেরে রাখছেন। আমরাও আমদের সাধ্যমত তাদের সেবা দিয়ে যাচ্ছি।

উল্লেখ্য, করোনা মহামারির প্রকোপ বেড়ে যাওয়ায় আগামি ১৪ এপ্রিল থেকে সরকার কঠোর লকডাউন বাস্তবায়নের ঘোষণা দিয়েছে। এসময় জরুরি সেবা ছাড়া বাকিসব কার্যক্রম বন্ধ থাকবে।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ