বাংলাধারা ডেস্ক »
চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন মাইলের মাথা এলাকায় বৈদ্যুতিক সার্কিট থেকে অগ্নিকান্ডে ৪ দোকান পুড়ে ছাই হয়েছে। অগ্নিকাণ্ডে প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এছাড়া প্রায় ৩০ লাখ টাকার মালামাল উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
সোমবার (১২ এপ্রিল) ভোর ৪টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা কফিল উদ্দিন বলেন, ‘ভোর ৪টার দিকে মাইলের মাথা এলাকায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চারটি গাড়ি। পরে সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান দোকান মালিকরা।
বাংলাধারা/এফএস/এআই
				












