আনোয়ারা প্রতিনিধি >>>
আনোয়ারায় হাজী এ আলী শপিং কমপ্লেক্সের ব্যবসায়ীদের মাঝে দোকানের মালিকানা দলিল হস্তান্তর করা হয়েছে।
১৮ এপ্রিল (রোববার) সন্ধ্যায় এই দলিল হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এখন ব্যবসায়ীদের জন্য তাদের স্ব স্ব ব্যবসা প্রতিষ্ঠান চালু করতে আর কোনো বাধা রইল না।
সন্ধ্যায় শপিং কমপ্লেক্সের প্রথম ও দ্বিতীয় তলার ৩৫ জন ব্যবসয়ীকে মালিকানার দলিল হস্তান্তর করা হয়েছে। দীর্ঘদিন পর দলিল হাতে পেয়ে ব্যবসায়ীদের মধ্যে খুশির বন্যা বয়ে যাচ্ছে।
জানা যায়, দক্ষিণ চট্টগ্রামের প্রাণকেন্দ্র চাতরী চৌমুহনী বাজারে সর্বপ্রথম হাজী এ আলী শপিং কমপ্লেক্সের নির্মাণ কাজের সূচনা করা হয়। ডেভেলপার কোম্পানীর মালিক আবু তৈয়ব মার্কেট নির্মাণের কাজ বাস্তবায়ন করছেন। কিন্তুু নানা জটিলতার কারণে দীর্ঘদিন বন্ধ থাকে নির্মাণ কাজ। অনিশ্চয়তা দেখা দেয় মার্কেটের ভবিষ্যৎ নিয়ে। সমঝোতার জন্য বিভিন্ন সময় দফায় দফায় বৈঠক অনুষ্ঠিত হয়। অবশেষে বরফ গলে ডেভেলপার ও ব্যবসায়ীদের মধ্যে।
শেষমেশ একটা সমঝোতায় উপনীত হন উভয়পক্ষ। আজ সকলের সম্মতিতে প্রায় ৩৫ জন ব্যবসায়ীর মধ্যে উৎসবমুখর পরিবেশে তাদের স্ব স্ব ব্যবসা প্রতিষ্ঠানের দলিল হস্তান্তর সম্পন্ন হয়েছে।
দলিল বুঝে পাওয়ার পর ব্যবসায়ী মোহাম্মদ সুমন বলেন, ডেভেলপার কোম্পানি এবং ব্যবসায়ীদের মাঝে ভূলবুঝাবুঝির অবসান হয়েছে। অবশেষে আমরা দোকানের মালিকানা বুঝে পেলাম। এখন দোকান খুলতে আর কোনো বাধা নেই।
ডেভেলপার কোম্পানির মালিক মো.আবু তৈয়ব বলেন, অনাকাঙ্ক্ষিত কিছু কারণে মার্কেটের নির্মাণ কাজে কিছু জটিলতার সৃষ্টি হয়েছে। আল্লাহর অশেষ রহমতে সকল জটিলতা ছিন্ন করে ব্যবসায়ীদের নিকট দোকানের দলিল হস্তান্তর করতে পেরে অত্যন্ত আনন্দ লাগছে।
বাংলাধারা/এফএস/এআই