২৪ অক্টোবর ২০২৫

ফটিকছড়িতে নিম্নআয়ের মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ

ফটিকছড়ি প্রতিনিধি »

বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান ও ফটিকছড়ির সাংসদ আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারি ও চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানের নির্দেশনায় প্রাথমিকভাবে উপজেলা প্রশাসনের ও উপজেলা পরিষদের যৌথ ব্যবস্থাপনার ১০০০ প্যাকেট মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।

আজ (২০ এপ্রিল) দুপুরে ফটিকছড়ি উপজেলা পরিষদ প্রাঙ্গণে পরিবহন শ্রমিক, দিনমজুর, প্রাত্যহিক আয়ের উপর নির্ভরশীল ব্যক্তির মাঝে প্রধানমন্ত্রীর এ উপহার বিতরণ করা হয়।

ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সায়েদুল আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হােসাইন মাে. আবু তৈয়ব, সহকারী কমিশনার (ভূমি) জিসান বিন মাজেদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা, ভাইস চেয়ারম্যান এড. ছালামত উল্লাহ চৌধুরী শাহীন।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন