বাংলাধারা প্রতিবেদন »
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সহসভাপতি (ভিপি) নুরুল হক নুরের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরের কোতোয়ালি থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।
মঙ্গলবার (২০এপ্রিল) নগর স্বেচ্ছাসেবক লীগের নেতা আজিজ মিসির বাদী হয়ে রাতে মামলাটি করেন। তথ্যটি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপকমিশনার শাহ মো. আব্দুর রউফ।
মামলায় বলা হয়, কোতোয়ালি থানাধীন কোর্ট হিল এলাকায় তসলিম উদ্দিন নামের এক আইনজীবীর চেম্বারে অবস্থান করার সময় ডাকসুর সাবেক ভিপি নুরুল হকের একটি ফেসবুক লাইভ দেখতে পান স্বেচ্ছাসেবক লীগ নেতা আজিজ মিসির।
মামলায় উল্লেখ করা হয়, ওই ফেসবুক লাইভে বাংলাদেশের অসংখ্য ধর্মপ্রাণ মুসলিম নেতাকর্মীদের ধর্মীয় মূল্যবোধ বা অনুভূতিতে উসকানি, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোসহ মুসলিম নেতাকর্মীদের বিরুদ্ধে মানহানিকর মন্তব্য প্রকাশ, আক্রমণাত্মক ও মিথ্যা তথ্য প্রদান করা হয়েছে।
বাংলাধারা/এফএস/এআর













