২৯ অক্টোবর ২০২৫

সীতাকুণ্ডে জেলেদের মাঝে ৪ হাজার কীটনাশকযুক্ত মশারি বিতরণ

সীতাকুণ্ড প্রতিনিধি »

চট্টগ্রামের সীতাকুণ্ডে ম্যালেরিয়া নির্মুলে সোনাইছড়ি ও বাড়বকুণ্ড দুটি ইউনিয়নে জেলেদের মাঝে মাসব্যাপী ৪ হাজার কীটনাশকযুক্ত মশারি বিতরণ কর্মসূচির উদ্ভোধন করা হয়েছে। ব্র্যাক জাতীয় ম্যালেরিয়া নির্মুল কর্মসূচি ঢাকা মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরের সহযোগীতায় ও সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে মশারি বিতরণ করা হয়।

বুধবার(২১ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে সোনাইছড়ি ৮নং ইউনিয়নের শীতলপুর উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ১৪০ জনের মাঝে দীর্ঘস্থায়ী মশারি(এলএল আই এন)বিতরণ করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায় উপস্থিত থেকে এসব মশারি জেলেদের মাঝে বিতরণ করেন। উপজেলা স্বস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. নুর উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, ব্র্যাক জেলা ম্যানেজার মো. জামাল উদ্দিন ভূঁইয়া, ব্র্যাক উপজেলা ম্যানেজার শাহানা আক্তার, রাখাল প্রমুখ।

অনুষ্ঠানে স্থাস্থ্য কর্মকর্তা ডাঃ নুর উদ্দিন বলেন, ২০১৯ সালের জরিপ অনুযায়ী উপজেলার সোনাইছড়ি ও বাড়বকুণ্ড এ দুটি ইউনিয়নে ম্যালেরিয়ার পাদুর্ভাব থাকায় ম্যালেরিয়া নির্মুলে ৪ হাজার দীর্ঘস্থায়ী কীটনাশকুযুক্ত মশারি(এলএল আই এন)এর মাসব্যাপী বিতরণের কর্মসূচির উদ্যোগ গ্রহন করা হয়েছে।উদ্বোধনী অনুষ্ঠানের প্রথম দিনেই উপজেলার সোনাইছড়ি ইউনিয়নে ১৪০ জন জেলেদের মাঝে এ মশারি বিতরণ করা হয়।পর্য়ায়ক্রমে আরো অন্য মশারিগুলোও বিতরণ করা হবে।

এদিকে মশারি গ্রহন করতে আসা ওই এলাকার বৃদ্ধ কল্পনা জল দাস বলেন, মশারি পেয়ে আমি অনেক খুশি।এসব মশারি অন্যান্য মশারি থেকে অনেক আলাদা। এসব মশারি দীর্ঘস্থায়ী কীটনাশকযুক্ত।তাই ম্যালেরিয়ারও আর ভয় থাকলোনা এবং নিশ্চিন্তে এ মশারি ব্যবহার করা যাবে।তাই ধন্যবাদ জানাই আয়োজকদেরও।

এদিকে উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায় বক্তব্যে বলেন।এটি একটি সুন্দর উদ্যোগ।বিগত দিনে দুটি ইউনিয়নে ম্যালেরিয়ার পাদুর্ভাব দেখা দেয়ায়, তাই দুটি ইউনিয়নের জেলেদের মাঝে দীর্ঘস্থায়ী কীটনাশকযুক্ত মাসব্যাপী মশারি বিতরণ কর্মসূচির উদ্যোগ নেয়া হয়েছে এবং এ কর্মসূচির ধারাবাহিকতার খুবই প্রয়োজন।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন