২৯ অক্টোবর ২০২৫

চকবাজার থানার নতুন ওসি মোহাম্মদ আলমগীর

বাংলাধারা প্রতিবেদন  »

সিএমপি’র গোয়েন্দা (উত্তর) বিভাগের পরিদর্শক মোহাম্মদ আলমগীরকে নগরীর চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে পদায়ন করা হয়েছে। মোহাম্মদ আলমগীর এর আগে আকবর শাহ, পতেঙ্গা ও কর্ণফুলী থানার ওসির দায়িত্ব পালন করেছেন।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) সকালে সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার শাহ মোহাম্মদ আব্দুর রব গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সিএমপি কমিশনারের অফিস আদেশে চকবাজার থানার ওসি হিসেবে গোয়েন্দা উত্তর বিভাগের পরিদর্শক মোহাম্মদ আলমগীরকে চকবাজার থানায় পদায়ন করা হয়েছে। চকবাজার থানার ওসি আতাউর রহমান খন্দকারকে কমিশনার কার্যালয়ে পরিদর্শক (ক্রাইম অ্যান্ড অপারেশন) হিসেবে পদায়ন করা হয়েছে।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন