২৯ অক্টোবর ২০২৫

বোয়ালখালীতে বিনামূল্যে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

বোয়ালখালী প্রতিনিধি:::

বোয়ালখালীতে বিনামূল্যে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করেছেন উপজেলা কৃষি অধিদপ্তর।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) সকালে উপজেলা কৃষি অফিস কার্যালয়ে এ সার ও বীজ বিতরণ করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা আতিক উল্লাহ জানান, খরিপ-১(২০২০-২১) অর্থ বছরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীনামূল্যে আউশ প্রণোদনা হিসেবে ৩৫০ জন কৃষককে জনপ্রতি ৫ কেজি উফশী আউশ ধানের বীজ, ২ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার, উপজেলা ভাইস চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এস এম সেলিম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন চৌধুরী, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) শাহাদাৎ হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মেহেদী হাসান, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা তপন কান্তি দে, দক্ষিণ জেলা ছাত্রলীগ সভাপতি এস. এম বোরহান প্রমুখ।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন