কক্সবাজার প্রতিনিধি »
কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ডাকাতের গুলিতে এক স্থানীয় যুবক নিহত হয়েছেন। এসময় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন অপর এক রোহিঙ্গা যুবক। বৃহস্পতিবার (২২ এপ্রিল) রাত সাড়ে ৮ টার দিকে টেকনাফ উপজেলা হ্নীলা ইউনিয়নের ন্যাচার পার্ক সংলগ্ন উত্তর দমদমিয়ায় এ ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন কক্সবাজার ১৬ এপিবিএন’র অধিনায়ক (এএসপি) মো তারিকুল ইসলাম।
নিহত মোহাম্মদ হোসেন (৩২) টেকনাফ উপজেলা হ্নীলা ইউনিয়নের জাদিমুরা এলাকার বাচ্চুর ছেলে। গুলিবিদ্ধ হয়ে আহত মুহাম্মদ আয়াছ (১৯)
জাদিমুরা- ২৭ নং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা নজিবুল্লাহর ছেলে ।
রোহিঙ্গা ক্যাম্পে নিয়োজিত কক্সবাজার ১৬ এপিবিএন’র অধিনায়ক (এএসপি) মো. তারিকুল ইসলাম জানান, রোহিঙ্গা ডাকাত কর্তৃক অপহরণের প্রতিবাদ করায় ডাকাতদল এলোপাতাড়ি গুলি করলে রোহিঙ্গা আয়াছ ও স্থানীয় মোহাম্মদ হোসেন গুলিবিদ্ধ হয়ে গুরতর আহত হয়। আহতদের উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদেরকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করে। পরে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গুলিবিদ্ধ স্থানীয় যুবক মোহাম্মদ হোসেন মারা যান। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
এ ঘটনায় গুলিকরা ডাকাতদের গ্রেপ্তারের চেষ্টা এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বাংলাধারা/এফএস/এআর













