১৬ ডিসেম্বর ২০২৫

একাদশে নেই সাকিব, আছেন মুস্তাফিজ

বাংলাধারা স্পোর্টস »

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চতুর্দশ আসরের ১৮তম ম্যাচে মুখোমুখি হয়েছে কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস। সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানের কারণে এই ম্যাচ নিয়ে বাড়তি উন্মাদনা বিরাজ করছে বাংলাদেশি ক্রিকেট সমর্থকদের মধ্যে।

ম্যাচে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রাজস্থানের অধিনায়ক সাঞ্জুম স্যামসন। একাদশে আছেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। এ নিয়ে টানা পঞ্চম ম্যাচে রাজস্থানের হয়ে মাঠ মাতাবেন মুস্তাফিজ। এবারের আসরে বল হাতে দলের আস্থার জায়গা অর্জন করেছেন তিনি।

আসরে এখন পর্যন্ত কলকাতা বা রাজস্থান কোনো দলই তেমন সুবিধা করতে পারছে না। দুটি দলই ৪টি করে ম্যাচ খেলে জিতেছে মাত্র ১টিতে, হেরেছে বাকি ৩টিতে। পয়েন্ট টেবিলে নিজেদের উন্নতি ঘটাতে এই ম্যাচে জয়ের জন্য মুখিয়ে থাকবে দুই দলই।

একনজরে দুই দলের একাদশ

রাজস্থান রয়্যালস : জস বাটলার, যশস্বী জাইসওয়াল, সাঞ্জু স্যামসন (অধিনায়ক ও উইকেটরক্ষক), শিভম দুবে, ডেভিড মিলার, রিয়ান পরাগ, রাহুল তেভাটিয়া, ক্রিস মরিস, জয়দেব উনাদকাট, চেতন সাকারিয়া, মুস্তাফিজুর রহমান।

কলকাতা নাইট রাইডার্স : শুবমান গিল, নিতিশ রানা, রাহুল ত্রিপাঠি, ইয়ন মরগান (অধিনায়ক), দীনেশ কার্তিক (উইকেটরক্ষক), আন্দ্রে রাসেল, সুনীল নারাইন, প্যাট কামিন্স, শিভম মাভি, প্রসিধ কৃষ্ণ, বরুণ চক্রবর্তী।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ