কর্ণফুলী প্রতিনিধি »
কর্ণফুলী উপজেলা পরিষদের উদ্যোগে লকডাউনের কারণে কর্মহীন হয়ে পড়া এলাকার অসহায় পরিবারের মাঝে ত্রাণ ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
আজ (২৭ এপ্রিল) দুপুরে পরিষদ মাঠে কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা সুলতানার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক চৌধুরী ।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি সুকান্ত সাহা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বানাজা বেগম সহ উপজেলার বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারী ।
সভাপতির বক্তব্যে কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা সুলতানা বলেন,‘ কর্ণফুলী উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যানের সহযোগিতায় এবং উপজেলা প্রশাসনের উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে কর্মহীন পরিবারে ত্রাণ ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের এ উদ্যোগ অব্যাহত থাকবে।’
বাংলাধারা/এফএস/এআর













