১৭ ডিসেম্বর ২০২৫

করোনা: দেশে আরও ৭৮ জনের মৃত্যু, আক্রান্ত ৩০৩১

বাংলাধারা ডেস্ক  »

গত ২৪ ঘণ্টায় নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ১১ হাজার ২২৮ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া দেশে নতুন করে আরও তিন হাজার ৩১ জন আক্রান্ত হয়েছে। দেশে মোট সাত লাখ ৫১ হাজার ৬৫৯ জন করোনায় আক্রান্ত হয়েছে।

মঙ্গলবার(২৭ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৩৫৮টি ল্যাবে ২৪ হাজার ২৩৭ টি নমুনা পরীক্ষা করা হয়। এ ছাড়া নমুনা সংগ্রহ হয়েছে ২৪ হাজার ৫০৯ টি। করোনা শনাক্তের হার ১২ দশমিক ৫১ শতাংশ। মৃত্যুর হার এক দশমিক ৪৯ শতাংশ। সুস্থতার হার ৮৮ দশমিক ৭৩ শতাংশ।

২৪ ঘণ্টায় নতুন ৭৮ জন মৃত্যুবরণকারীর মধ্যে পুরুষ ৪৫ জন ও নারী ৩৩ জন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছেন আট হাজার ২২৬ জন ও নারী তিন হাজার দুই জন।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ