মো. সৈকত »
অনলাইনে কেনাকাটা এখন হালের ট্রেন্ড এ পরিণত হয়েছে। উন্নত বিশ্বের মতো বাংলাদেশেও অনলাইনে বিকিকিনি বাড়ছে। আর করোনা মহামারির কারণে অনলাইনে বিকিকিনি বেড়েছে কয়েকগুণ। অনলাইন বাজার প্রসার হওয়ায় অনলাইন উদ্যোক্তারাও নানান সুযোগ-সুবিধা নিয়ে হাজির হচ্ছেন ক্রেতাদের জন্য। এবার ঈদ উপলক্ষেও তার ব্যতিক্রম হয়নি।
চট্টগ্রামের উদ্যোক্তারাও আজ পিছিয়ে নেই। তারা নানান পণ্য পৌঁছে দিচ্ছে ক্রেতাদের দোরগোড়ায়।
অনলাইন শপ ফ্যাশন মার্ট এর উদ্যোক্তা মামুনুর রশিদ অভি বলেন, আমরা মূলত ছেলেদের পোশাক বিক্রি করি। ছেলেদের জন্য টি-শার্ট, শার্ট, প্যান্ট আর পাঞ্জাবি নিয়ে এসেছি। ক্রেতাদের পছন্দ মত পণ্য হোম ডেলিভারি দিচ্ছি। এবার আমাদের বিক্রি ভালো হচ্ছে।

সোহা’স ফ্যাশন বুটিক এর মালিক শাহানা আফরোজও ব্যবসা নিয়ে তার সন্তুষ্টির কথা জানালেন। তিনি বলেন, আমরা মূলত মেয়েদের পোশাক বিক্রি করি। ঈদ উপলক্ষে আমরা ক্রেতাদের নানান ছাড় দিচ্ছি। মুনাফার চেয়ে ক্রেতাদের সন্তুষ্টি আমাদের প্রধান বিবেচ্য বিষয়।
গ্র্যাভিটি ওয়ার্ল্ড এর উদ্যোক্তা শুভ্র জানান, অন্যান্য বছরের তুলনায় এবার বেশ ভালোই সাড়া পাচ্ছেন। তিনি আরও জানান, গ্র্যাভিটি ওয়ার্ল্ড মূলত কানের দুল, হিজাব, হিজাব পিন, ঘড়ি, হেয়ার এক্সসরিস বিক্রি করে থাকে। আমাদের বেশিরভাগ ক্রেতা যেহেতু চট্টগ্রামের তাই ৩০০টাকার পণ্য কিনলেই আমরা ডেলিভারি ফ্রী দিচ্ছি আর চট্টগ্রামের বাইরের ক্রেতারা ৬০০টাকার পণ্য কিনলেই ফ্রী ডেলিভারি দিচ্ছি। এছাড়া বিভিন্ন অনলাইন ফেস্টে ক্রেতাদের জন্য নানান সুযোগ সুবিধা নিয়ে হাজির হচ্ছি।
উল্লেখ্য চট্টগ্রামের বিভিন্ন অনলাইন শপগুলো মূলত ফেসবুক পেজ ভিত্তিক। আর উদ্যোক্তারা মূলত বেশিরভাগই তরুণ—তরুণী।
বাংলাধারা/এফএস/এআর













