২৯ অক্টোবর ২০২৫

কক্সবাজারে গণধর্ষণের শিকার পথশিশু, আটক ৩

কক্সাবাজার প্রতিনিধি »

কক্সবাজারে ১১ বছর বয়সী এক পথশিশু গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

তারা হলো- পেকুয়া উপজেলার গোয়াখালীর মৃত কামাল হোসেনের ছেলে মোঃ আরিফ (২৭), আব্দুস শুক্কুরের ছেলে মোঃ জুয়েল (১৮) ও টেকনাফ উপজেলার লেদা রোহিঙ্গা ক্যাম্পের বি-ব্লকের আব্দুর রশিদের ছেলে মোঃ রাশেদ (২২)।

শনিবার (১ মে) তাদের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন কক্সবাজার থানার ওসি বিপুল চন্দ দে।

এর আগে গত ২৯ এপ্রিল দিবাগত রাত ২ টার দিকে সদর মডেল থানার বোটানিক্যাল গার্ডেন এলাকায় ধর্ষণের শিকার হয় ওই শিশু।

পুলিশ সুপার মো. হাসানুজ্জামান জানান, ২৯ এপ্রিল দিবাগত রাত ২ টার দিকে সদর মডেল থানাধীন বোটানিক্যাল গার্ডেন এলাকায় ১১ বছরের পথশিশু গণধর্ষণের শিকার হয়। এ ঘটনায় পথশিশুদের কল্যাণমূলক সংগঠন নতুন জীবনের সদস্য জোবাইর হোসেন (৩১) কক্সবাজার সদর মডেল থানায় অভিযোগ দেন। তার অভিযোগের প্রেক্ষিতে তিনজনকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক তদন্তে এই জঘন্য ঘটনা সংঘঠনে তাদের সম্পৃক্ততা পাওয়া গেছে জানিয়ে তিনি আরও বলেন, ভিকটিমকে হাসপাতালে ভর্তি এবং প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। কক্সবাজার জেলা পুলিশের সিনিয়র কর্মকর্তারা হাসপাতালে উপস্থিত হয়ে ভিকটিমের সঙ্গে সাক্ষাৎ এবং তার চিকিৎসার খোঁজ-খবর নিয়েছেন বলেও জানান পুলিশ সুপার মো. হাসানুজ্জামান।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন