২৯ অক্টোবর ২০২৫

করোনাকালে ক্রিকেটারদের ২ কোটি টাকার প্রণোদনা দিচ্ছে বিসিবি

বাংলাধারা স্পোর্টস  »

টানা দুই মৌসুম ঘরোয়া ক্রিকেট মাঠে গড়াচ্ছে না। খেলাধুলা বন্ধ থাকায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ক্রিকেটাররা। করোনার এই দুঃসময়ে তাই ক্রিকেটারদের পশে দাঁড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

দেশের বিভিন্ন পর্যায়ের ১ হাজার ৭২০ পুরুষ ও নারী ক্রিকেটারদের জন্য দুই কোটি টাকা প্রণোদনা দেওয়ার ঘোষণা দিয়েছে বিসিবি। চুক্তিবদ্ধ নারী ক্রিকেটাররা বিসিবির এই সহায়তা পাবেন।

বিসিবি সভাপতি নাজমুল হাসানের পরিকল্পনায় বোর্ডের এই উদ্যোগে ১ হাজার ৪৩২ জন পুরুষ ও ২৮৮ জন নারী ক্রিকেটারকে এই প্রণোদনা দেওয়া হবে।

ঢাকা প্রিমিয়ার লিগ, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগ লিগ, অনূর্ধ্ব-১৯, নারীদের জাতীয় ক্রিকেট লিগ, প্রিমিয়ার বিভাগসহ বিভিন্ন জেলা এবং ঘরোয়া আসরের সঙ্গে জড়িত ক্রিকেটারদের এই  সহযোগিতা দেওয়া হবে। এরই মধ্যে তালিকা তৈরি করা হয়েছে।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন