২৯ অক্টোবর ২০২৫

অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়েছে সিএমপির ৫ কর্মকর্তা

বাংলাধারা ডেস্ক »

চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) ৫ জন সিনিয়র সহকারি পুলিশ সুপার থেকে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি দিয়েছে সরকার। সারাদেশে মোট ১০৫ জন এই পদে পদোন্নতি পেয়েছে।

রবিবার (২ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের পদোন্নতির বিষয়টি জানানো হয়। এর আগে সাত এসপিকে অতিরিক্ত ডিআইজি পদে এবং ৬৩ জন অতিরিক্ত পুলিশ সুপারকে পুলিশ সুপার (এসপি) পদে পদোন্নতি দেওয়া হয়।

সিএমপি পদোন্নতি প্রাপ্তরা হলেন— সিএমপির এসি এমটি দেবদূত মজুমদার, এসি কোতোয়ালী নোবেল চাকমা, এসি ডবলমুরিং শ্রীমা চাকমা, এসি পিওএম পরিত্রাণ তালুকদার, এসি বন্দর কীর্তিমান চাকমা।

এ পাঁচজনই বিসিএস পুলিশ ৩৩ ব্যাচের কর্মকর্তা। দেবদূত মজুমদার এর আগে এসি পাঁচলাইশ জোন এবং এসি ফোর্স হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরিত্রাণ তালুকদার এসি পিওএম হিসেবে দায়িত্ব পাওয়ার আগে এসি বায়েজিদ জোনের দায়িত্ব পালন করেছেন।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ