২৯ অক্টোবর ২০২৫

হাটহাজারীতে ফটিকছড়ির ব্যবসায়ীকে খুন করে মালামাল লুট করে দুর্বৃত্তরা

ফটিকছড়ি প্রতিনিধি »

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা হারুয়ালছড়ি ইউনিয়ের বাংলাবাজারের (তেইল্লা ভিটা) এক ব্যবসায়ীকে হাটহাজারীতে খুন করে গাছের সাথে লাশ ঝুলিয়ে দেয়া হয়েছে।

সোমবার (৩ মে) সকাল ৭ টায় খবর পেয়ে হাটাহাজারী উপজেলার মুনিয়াপুকুর পাড় রেল বিট সংলগ্ন এলাকা থেকে লাশটি উদ্ধার করেছে হাটহাজারী মডেল থানা পুলিশ।

খুন হওয়া ব্যবসায়ী হারুয়ালছড়ি ইউনিয়নের লম্বাবিল ছিদ্দিক হাজির বাড়ীর মৃত ছিদ্দিক আহমেদের দ্বিতীয় পুত্র মুহাম্মদ জসিম উদ্দীন (৪২)।

ইউপি সদস্য দিদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত জসিম রবিবার সকালে ব্যবসার কাজে চট্টগ্রাম শহরে গিয়েছিল। মাল সংগ্রহ করে ফেরার পথে দুর্বৃত্তরা তাকে হত্যাকরে মালামাল নিয়ে যায়।

পরিবার সূত্র জানাযায়, জসিম গতকাল (রবিবার) সকালে দোকানের মালামাল আনতে শহরে গিয়েছিল। বিকাল ৫ টায় বাসায় ফোন করে বলেছিল রিজার্ভ পি-কাপ নিয়ে মালামালসহ বাড়ি ফিরছে। কিন্তু রাত ১০ টা হয়ে গেলেও সে বাড়ি ফিরে আসেনি। অনেকবার ফোন করা হলেও মোবাইল বন্ধ পাওয়া যায়। রাতে সেহেরী খেয়ে তাকে খোঁজতে বের হয়ে ভূজপুর, ফটিকছড়ি ও হাটহাজারী থানায় জানানো হয়। হাটহাজারী থানায় জানিয়ে ফেরারপথে মুনিয়া পুকুর পাড় এলাকায় এসে দেখা যায় মানুষজন ছোটাছুটি করছে। পরে দেখা যায় রেল বিটের পাশে তার লাশ গাছের সাথে ঝুলন্ত অবস্থায় আছে।

এ ব্যাপারে হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ বফিকুল বলেন, খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করেছি। ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।

বাংলা বাজারের প্রতিষ্ঠাতা তাহের চৌধুরী বলেন, জসিম খুব মিশুক প্রকৃতির লোক ছিল। তার সাথে কারো শত্রুতা থাকার কথা নয়। দোকানের মাল আনতে শহরে গিয়েছিল। তার সাথে থাকা মালামাল ডাকাতি করে থাকে হত্যা করেছে।

এদিকে চাঞ্চল্যকর হত্যাকান্ডের খবরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

সরেজমিনে দেখা যায় পরিবারের সদস্য ও আত্মীয় স্বজনের কান্নার আওয়াজ আকাশ বাতাস ভারি হয়ে উঠেছে। তারা কোন ভাবের এমন হত্যাকাণ্ড মেনে নিতে পারছে না।

উল্লেখ্য, হারুয়ালছড়ি বাংলাবাজারে শাহেন শাহ ক্লথ স্টোর ও আজমীর ষ্টোর নামক দুটি দোকান তিনি পরিচালনা করে আসছিলেন।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন